Primary TET Scam: প্রাথমিকের পরীক্ষার OMR হার্ডডিস্ক কোথায়? এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে কড়া নির্দেশ হাইকোর্টের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary TET Scam: প্রাথমিক টেট দুর্নীতির মামলায় সিবিআই, ইডি-র বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
কলকাতা: প্রাথমিক টেট ২০১৪-র ওএমআর শিট মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে অসন্তোষ কলকাতা হাইকোর্টের। প্রাথমিকের পরীক্ষার OMR হার্ডডিস্ক কোথায়? খোঁজ চাইল আদালত। মেটা ডেটা/ ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ডডিস্কের হদিশ দিতে ব্যর্থ সিবিআই। এই তথ্য পেয়েই সিবিআই, ইডি-র বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, গত ২ বছরে প্রাথমিকের দুর্নীতির OMR তদন্তের অগ্রগতি নেই। ৬ সপ্তাহে OMR sheet-এর মেটা ডেটা রহস্যের সমাধানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি মান্থা। সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা, এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে সিবিআইকে সবুজ সঙ্কেত দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: তাহলে কি হার্দিক-নাতাশার সম্পর্ক একেবারেই শেষ? এই ঘটনার পরই ফের শুরু জল্পনা
এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ৭ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। প্রাথমিক টেট OMR মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট হন বিচারপতি রাজাশেখর মান্থা।
advertisement
advertisement
প্রাথমিক টেট ২০১৪ OMR এর প্রথম হার্ডডিস্ক কোথায়? হার্ডডিস্ক না থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়? – সিবিআই উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থা’র। শুক্রবারের মধ্যে সিবিআই কে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 1:08 PM IST