Primary TET Scam | CBI: কত শতাংশ নম্বর বাড়াতে হবে টেট-এ? সেই অনুযায়ী ঠিক হতো দর! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

Last Updated:

কার নম্বর কত শতাংশ বাড়াতে হবে, সেই অনুযায়ী ঠিক হতো তার দর৷ আদালতে সিবিআইয়ের দাবি, কোনও চাকরি প্রার্থী ৬৮ শতাংশ নম্বর পেয়েছেন আবার ধরুন কেউ পেয়েছেন ৭২ শতাংশ এদের দুজনের ক্ষেত্রে দর হত আলাদা৷ অর্থাৎ, শতাংশের বিচারে নম্বর বাড়ানোর নিরিখেও ঠিক হতো টাকার দর, অভিযোগ সিবিআইয়ের।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই। শুধু চাকরি, অথবা পছন্দমতো জায়গায় চাকরির নিরিখেই নয়, টেট-এ প্রাপ্ত নম্বর বাড়ানোর জন্যেও থাকত আলাদা আলাদা দর৷ বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী৷
এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকা তোলার ক্ষেত্রে পৃথক পৃথক দর ছিল৷ কার নম্বর কত শতাংশ বাড়াতে হবে, সেই অনুযায়ী ঠিক হতো তার দর৷ আদালতে সিবিআইয়ের দাবি, কোনও চাকরি প্রার্থী ৬৮ শতাংশ নম্বর পেয়েছেন আবার ধরুন কেউ পেয়েছেন ৭২ শতাংশ এদের দুজনের ক্ষেত্রে দর হত আলাদা৷ অর্থাৎ, শতাংশের বিচারে নম্বর বাড়ানোর নিরিখেও ঠিক হতো টাকার দর, অভিযোগ সিবিআইয়ের।
advertisement
আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে', আদালতে ফের বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের
এদিন বিচারক কেস ডায়েরি দেখে প্রশ্ন করেন, "সময় সময় অভিযোগগুলো বদলে যাচ্ছে।" কেস ডায়েরির একটি পাতা উল্লেখ করে তদন্তকারী অফিসারকে পড়তে বলেন বিচারক। বলেন, "সময় সময় অভিযোগগুলো বদলে যাচ্ছে…আপনার কেসের মূল অভিযোগগুলো কী!" তারই উত্তর দিতে গিয়ে আইনজীবী এই পৃথক দরের ব্যাখ্যা দেন আদালতে।
advertisement
advertisement
এদিন আদালত চত্বরে একটি বিস্ফোরক অভিযোগ করেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ৷ জানান, তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে৷ এ নিয়ে আদালতে তিনি চিঠিও দিয়েছেন৷
আরও পড়ুন: ডিএ ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রাজ্যকে বেঁধে দেওয়া হল সময়, এবার...
এদিন আদালত চত্বরে সাংবাদিক সামনে কুন্তল দাবি করেন, "আগের দিন যা বলেছি, তা নিয়েই মহামান্য আদালতকে চিঠি দিয়েছি।" তখন সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করে, কার নাম তাঁর মুখ দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে? উত্তরে কুন্তল বলেন, " অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য যেভাবে আমাকে চাপ দেওয়া হচ্ছে, সেটা আমি জানিয়েছি।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Scam | CBI: কত শতাংশ নম্বর বাড়াতে হবে টেট-এ? সেই অনুযায়ী ঠিক হতো দর! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement