কলকাতা: আদালত চত্বরে ফের বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের দাবি, তাঁর মুখ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে তাঁকে৷ বিষয়টি চিঠি দিয়ে আদালতকেও জানিয়েছেন বলে জানান কুন্তল৷
এদিন আদালত চত্বরে সাংবাদিক সামনে কুন্তল ঘোষ দাবি করেন, "আগের দিন যা বলেছি, তা নিয়েই মহামান্য আদালতকে চিঠি দিয়েছি।" তখন সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করে, কার নাম তাঁর মুখ দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে? উত্তরে কুন্তল বলেন, " অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য যেভাবে আমাকে চাপ দেওয়া হচ্ছে, সেটা আমি জানিয়েছি।"
প্রসঙ্গত, এর আগেও গত ৩০ মার্চও এই একই অভিযোগ করেছিলেন প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ৷ তখনও তিনি দাবি করেছিলেন, তাঁদের মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে৷ এবার এ নিয়ে সরাসরি আদালতকে চিঠি দিলেন কুন্তল৷
আরও পড়ুন: ডিএ ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! রাজ্যকে বেঁধে দেওয়া হল সময়, এবার...
নিয়োগ-দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কুন্তলকে ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে তোলা হয়। আগের দিন কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। সেখানে কুন্তলের প্রভাবশালী-যোগ ও ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ এদিন আদালতে জমা দেওয়ার কথা ইডি-র। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৫২ দিনের মাথায়, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।