Exclusive | Primary TET | Recruitment: অপেক্ষার অবসান, টেট উত্তীর্ণদের বিরাট সুবিধা! কবে কোথায় মিলবে শংসাপত্র জেনে নিন এখনই
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পর্ষদের তরফে এদিন নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল, ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
কলকাতা: টেট উত্তীর্ণদের জন্য বড় সুবিধা! এবার নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করল শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই টেট উত্তীর্ণরা পেতেন শংসাপত্র বা সার্টিফিকেট। হাইকোর্টের নির্দেশ ছিল ৩০ এপ্রিলের মধ্যেই এই শংসাপত্র টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাছে পৌঁছতে হবে। এবার তা নিয়েই পদক্ষেপর করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
পর্ষদের তরফে এদিন নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল, ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, www.wbbpe.org ,wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে টেটের সার্টিফিকেট।
আরও পড়ুন: দারুণ খবর! পুজোর আগে হলুদ ট্যাক্সিও হবে অ্যাপ ক্যাব, বড় ঘোষণা করল সরকার
প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রায় ৬৫ হাজার টেট উত্তীর্ণ পরীক্ষার্থী শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। গত ১৬ মার্চ পর্যন্ত ২০১৪-এর যে টেট উত্তীর্ণরা আবেদন করেছিলেন৷ তাঁদের পাশাপাশি পরবর্তীকালে যাঁরা আবেদনের সুযোগ পাননি, তাঁদেরও ফের সুযোগ দেওয়া হবে বলেও এদিনের বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।
advertisement
advertisement
মূলত, এই সুযোগ ২০১৪ এর টেট উত্তীর্ণদের দেওয়া হবে। পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, এরপর ২০১৭ এবং ২০২২ এ টেট উত্তীর্ণদেরও খুব শীঘ্রই সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এই বিষয় নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু করে গিয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
advertisement
সেক্ষেত্রে, কয়েক লক্ষ টেট উত্তীর্ণ পরীক্ষার্থী পর্ষদের থেকে শংসাপত্র পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও ২০১৭ এবং ২০২২ এর উত্তীর্ণদের কবে থেকে সার্টিফিকেট দেওয়া হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি পর্ষদ সভাপতি গৌতম পাল।
আরও পড়ুন: কুণাল ঘোষকে ‘ভবিষ্যৎদ্রষ্টা’ বলে উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই দশম থেকে ১৪ তম পর্যায় পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলছে পর্ষদের। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষ হওয়ার কথা।
advertisement
তারপরে আরও কয়েকজন আবেদনকারী পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া বাকি থাকলেও সেই প্রক্রিয়াও মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ করে দিতে পারবে পর্ষদ বলেই আশাবাদী পর্ষদের আধিকারিকেরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 6:43 PM IST