Yellow Taxi | App Cab: দারুণ খবর! হলুদ ট্যাক্সিও হবে অ্যাপ ক্যাব? পুজোর আগে বিরাট ঘোষণার তোড়জোড়

Last Updated:

যদিও মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনও টেকনিকাল কোনও গাইডলাইন স্পষ্ট হয়নি। আগামী সপ্তাহেই পরিবহণ দফতরে টেকনিকাল টিমের সঙ্গে ফের বৈঠকে বসার ডাক দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডকে।

কলকাতা: একটু বৃষ্টি হলেই অমিল ক্যাব, কথায় কথায় সারচার্জ৷ তার উপরে এসি চালানো নিয়ে চালক-সওয়ারির বচসা তো প্রায় রোজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ এর মধ্যেই শহরে কমে অর্ধেক হয়ে গিয়েছে অ্যাপ ক্যাবের সংখ্যাও৷ এমন পরিস্থিতিতে অভিনব এক পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ সূত্রের খবর, এই সিদ্ধান্তে একই সঙ্গে হবে দুই সমস্যার সমাধান৷ কিন্তু কীভাবে?
জানা গিয়েছে, এবার হলুদ ট্যাক্সিকেও অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। চালু হতে চলেছে রাজ্য পরিবহণ দফতরের এক্কেবারে নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা৷ সেই সরকারি অ্যাপ ক্যাবের হয়েই এবার থেকে কাজ করবেন হলুদ ট্যাক্সির ইচ্ছুক চালক ও মালিকেরা৷ পরিষেবা শুরু হবে পুজোর আগেই৷
advertisement
advertisement
এখানেই শেষ নয়, হলুদ ট্যাক্সির পাশাপাশি, রাজ্যের গতিধারা প্রকল্পে লোন নিয়ে যাঁরা গাড়ি কিনেছেন, অথচ, বিভিন্ন অ্যাপ ক্যাব সংস্থায় ক্যাব চালিয়েও যাঁরা লভ্যাংশ ও মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সমস্ত গাড়ির মালিক বা চালকদেরও এই এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে৷ শুক্রবার এমন কথাই ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷
advertisement
যদিও মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে এখনও টেকনিকাল কোনও গাইডলাইন স্পষ্ট হয়নি। আগামী সপ্তাহেই পরিবহণ দফতরে টেকনিকাল টিমের সঙ্গে ফের বৈঠকে বসার ডাক দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডকে।
আরও পড়ুন: কুণাল ঘোষকে ‘ভবিষ্যৎদ্রষ্টা’ বলে উল্লেখ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের, পাল্টা কী বললেন তৃণমূল নেতা?
তবে সংশ্লিষ্ট মহলের একাংশ জানাচ্ছে, এমন সরকারি অ্যাপ ক্যাব নিয়ে আসা হলে ট্যাক্সি চালক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেরই উপকার হবে৷ অ্যাব ক্যাবের দৌরাত্ম্যে হলুদ ট্যাক্সির বাজার এখন তুলনায় অনেকটাই খারাপ৷ আর অন্যদিকে, শহরে ওলা-উবারের মতো সংস্থার অ্যাপ ক্যাবের সংখ্যা ৩০ হাজার থেকে কমে প্রায় ১২ হাজারে নেমে এসেছে৷ ফলে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষও৷ সেক্ষেত্রে, এমন একটি সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু হলে, এক দিকে যেমন হলুদ ট্যাক্সির পুনরুজ্জীবন হবে, অন্যদিকে মিটবে যাত্রীদের সমস্যা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yellow Taxi | App Cab: দারুণ খবর! হলুদ ট্যাক্সিও হবে অ্যাপ ক্যাব? পুজোর আগে বিরাট ঘোষণার তোড়জোড়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement