Primary Recruitment Scam: প্রাথমিক দুর্নীতি মামলায় ফের ধাক্কা, এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, মিলবে জেলমুক্তি?

Last Updated:

Primary Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর বিশেষ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন হল শান্তনুর।

প্রাথমিক দুর্নীতি মামলা
প্রাথমিক দুর্নীতি মামলা
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর বিশেষ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন হল শান্তনুর। আগেই ED-র মামলায় জামিন পেয়েছেন তিনি। তারপরেও সিবিআইয়ের মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে এবার শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই কোর্ট।
১ লক্ষ টাকার (৫০ হাজার টাকা করে দুজন) সিউরিটি বন্ডে জামিন মকুব করেছে আদালত। তবে তাঁকে শর্ত দেওয়া হয়েছে আপাতত রাজ্যের চারটি জেলার বাইরে যেতে পারবেন না তিনি। একইসঙ্গে শর্ত রাখা হয়েছে, তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে যখনই ডাকবেন হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে।
advertisement
advertisement
গত বছর ২৬ নভেম্বর ইডি মামলায় জামিন পান শান্তনু। কিন্তু তারপরেও এই সিবিআই মামলার জেরেই জেলের অন্ধকারেই কাটাতে হচ্ছিল তাঁকে। অবশেষে জেলমুক্ত হচ্ছেন শান্তনু। প্রসঙ্গত, সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি মাসে তাঁর বাড়ি ও বাংলোয় তল্লাশি চালান গোয়েন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Recruitment Scam: প্রাথমিক দুর্নীতি মামলায় ফের ধাক্কা, এবার জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, মিলবে জেলমুক্তি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement