Prevent Ragging: হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম বর্ষের পড়ুয়াদের হয়রানি করাও র্যাগিং, এবার আরও কড়া UGC
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
চুল কাটাতে বাধ্য করা, মৌখিক অপব্যবহার, হস্টেলে রাতে দীর্ঘক্ষণ ধরে ছাত্র-ছাত্রীদের জাগিয়ে রাখা, বয়কটের হুমকি দেওয়া, বারবার ছাত্র-ছাত্রীদের নাম বা পরিচয় জানার চেষ্টা করা, বলপূর্বক কোনও পোশাক-বিধি চাপিয়ে দেওয়াও এবার র্যাগিং বলে গণ্য হবে
কলকাতা: র্যাগিং রুখতে এবার আরও কড়া ইউজিসি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের হয়রানি করলে সেটাও র্যাগিং বলে গণ্য হবে। পাশাপাশি, চুল কাটাতে বাধ্য করা, মৌখিক অপব্যবহার, হস্টেলে রাতে দীর্ঘক্ষণ ধরে ছাত্র-ছাত্রীদের জাগিয়ে রাখা, বয়কটের হুমকি দেওয়া, বারবার ছাত্র-ছাত্রীদের নাম বা পরিচয় জানার চেষ্টা করা, বলপূর্বক কোনও পোশাক-বিধি চাপিয়ে দেওয়াও এবার র্যাগিং বলে গণ্য হবে।
শিক্ষাবর্ষের শুরুতেই র্যাগিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছে ইউজিসি। র্যাগিং রুখতে নয়া বিষয়গুলি রভাগিং হিসেবে গণ্য করার কথা জানানো হয়েছে চিঠিতে।
২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। অভিযোগ, হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। সেই ঘটনার পর বিস্তর জলঘোলা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং হস্টেলে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। একাধিক সিনিয়র ছাত্রকে র্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করেছিল পুলিশ। এর পর চলতি বছর মে মাসে বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রিলেশনস’ বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের এক ছাত্র র্যাগিংয়ের অভিযোগ তোলেন। অভিযোগ, তাঁর বিভাগেরই দুই গবেষক পড়ুয়া তাঁকে হেনস্থা করেছে, থাপ্পড়ও মারা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায় ওই ছাত্র।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 2:29 PM IST