‘৫-৬ মাসের মধ্যে সরকার পড়ে যাওয়া অসম্ভব নয়’: শান্তনুর সুরে সুর মেলালেন সুকান্ত মজুমদারও
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যকে সমর্থন সুকান্তর। সুকান্তও বললেন ‘‘৫-৬ মাসের মধ্যে সরকার পড়ে যাওয়া অসম্ভব নয়। এমন পরিস্থিতি তৈরি হতে পারে……।’’ তিনি আরও বলেন ‘‘রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। সরকার চলে বিধায়কদের সমর্থনে। এমন গণ আন্দোলন হতে পারে যেখানে বিধায়করা হয়তো বলল আমরা আর এই সরকারে থাকব না।’’
শান্তনু ঠাকুর চ্যালেঞ্জের সুরে বলেছেন, ‘‘৫-৬ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে।’’ শান্তনু বক্তব্যে ইঙ্গিতপূর্ণ সমর্থণ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
আরও পড়ুন – Happy Birhday Katrina Kaif: অসম্ভব দারিদ্র্য, যাননি স্কুলে, ভারতে এসে ভাগ্যবদল, ৪০-র ক্যাটরিনার কত সম্পত্তি
advertisement
সুকান্ত মজুমদারের মতে, “সরকার যে কোনওদিন পড়ে যেতে পারে. পাঁচ ছয় মাসে পড়তেই পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। একটা বড় অংশের বিধায়করা হঠাৎ মনে করতে পারেন তারা এই সরকারকে আর সমর্থন করবেন না। আবার গণআন্দোলনের জেরে কয়েকজন বিধায়ক বলতে পারেন আমরা আর বিধায়ক থাকবো না। সরকার পড়ার অনেক রকম দিক থাকে।” ৩৫৫ ধারা ইস্যুতে সুকান্ত মজুমদার আরও বলেন ‘‘আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে।’’
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Venkateshawr Lahiri
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 1:31 PM IST