প্রেসিডেন্সির ২০০ বছর: প্রেসির ক্যাম্পাসে নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জ্যঁ টেরর

Last Updated:

আগামী ২০ জানুয়ারি ২০০ বছরে পা দিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ আর সেই উৎসব শুরু বৃহস্পতিবার থেকেই৷ শুভ সূচনায়

#কলকাতা: আগামী ২০ জানুয়ারি ২০০ বছরে পা দিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৷ আর সেই উৎসব শুরু বৃহস্পতিবার থেকেই৷ শুভ সূচনায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জেন টেরর ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ডিরোজিও হলে, বিশেষ আলোচনাসভায় অংশ নেবেন অর্মত্য সেন ও  জ্যঁ টেরর৷
৬ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হবে প্রেসিডেন্সির ২০০ বছরের পূর্তির উৎসব ৷ অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূচনায় থাকতে পারেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও ৷
নেতাজি ইন্ডোরে ২০ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের উৎসব অনুষ্ঠিত হবে ৷ উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ শিক্ষাবিদ, প্রাক্তনী থেকে শুরু করে খ্যাতনামা সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ওইদিন থেকেই শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ‘গ্লোবাল এডুকেশন সামিট’৷ উপস্থিত থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এডুকেশন সামিট চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত৷ শুধুমাত্র নোবেলজয়ী জ্যঁ টেরর বক্তব্য রাখবেন ৫ জানুয়ারি৷
advertisement
advertisement
টানা এক বছর ধরে প্রেসিডেন্সির দু’শো বছর পূর্তি অনুষ্ঠান চলবে৷ সারা বছর ধরেই নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ এজন্য রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার৷ আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রেসিডেন্সির ২০০ বছর: প্রেসির ক্যাম্পাসে নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জ্যঁ টেরর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement