পোস্ত চাষের জন্য রাজ্যে চিহ্নিত প্রায় ১৬০টি খামার, ফের আবেদন যাবে কেন্দ্রের কাছে 

Last Updated:

রাজ্যের উদ্যানপালন বিভাগ ইতিমধ্যেই পোস্তচাষের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশেষ করে জল জমে না এমন খামারগুলি আলাদা করে চিহ্নিত করা হচ্ছে, যা পোস্তচাষের প্রয়োজনীয় শর্ত।

রাজ্যের উদ্যানপালন বিভাগ ইতিমধ্যেই পোস্তচাষের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজ্যের উদ্যানপালন বিভাগ ইতিমধ্যেই পোস্তচাষের প্রস্তুতি নিতে শুরু করেছে।
কলকাতা: পোস্ত চাষ নিয়ে কেন্দ্রের কাছে ফের আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। এই পোস্ত চাষের জন্য, বেশ কয়েকটি খামার চিহ্নিত করে ফেলেছে রাজ্য সরকার। আবহাওয়া ও ভৌগোলিক পরিমণ্ডল দেখে সেখানে পোস্ত চাষ সম্ভব বলেই উল্লেখ করছে রাজ্যের কৃষি দফতর।
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় জানিয়েছেন, " রাজ্যে ১৬৩টি সরকারি খামার রয়েছে। সেখানে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে পোস্তচাষ করা যেতেই পারে। বাংলার মানুষই সবচেয়ে বেশি পোস্ত খায়। এই রাজ্যে চাহিদা সর্বাধিক। বাংলায় পোস্ত চাষ হলে কেন্দ্রকে আর বাইরে থেকে পোস্ত আমদানি করতে হবে না। যা অর্থনৈতিকভাবে বাংলা তথা দেশের পক্ষে স্বাস্থ‌্যকর ও সুবিধাজনক।'’
advertisement
রাজ্যের উদ্যানপালন বিভাগ ইতিমধ্যেই পোস্তচাষের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশেষ করে জল জমে না এমন খামারগুলি আলাদা করে চিহ্নিত করা হচ্ছে, যা পোস্তচাষের জন‌্য প্রয়োজনীয় শর্ত।
advertisement
আরও পড়ুন:চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র
কৃষি দফতর সূত্রে খবর, সম্প্রতি মুখ‌্যমন্ত্রীর নির্দেশে পোস্তচাষের ব্যাপারে মুখ‌্যসচিব একটি বৈঠক করেছেন। সেখানেই কেন্দ্রের কাছে অনুমতি চাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ চারটি রাজ্যকে পোস্তচাষের অনুমতি দেওয়া আছে। পুণেতেও একটি সংস্থাকে গবেষণার স্বার্থে পোস্তচাষের অনুমতি দেওয়া হয়েছে। দেশে পোস্তর চাহিদা অনুযায়ী, জোগান অত্যন্ত কম। পোস্তর খুচরো দর কেজিপ্রতি ১৭০০-১৮০০ টাকা। প্যাকেটবন্দি পোস্তর দাম কেজি প্রতি ১৯০০-২৫০০ টাকা। নারকোটিক বিভাগের নিষেধাজ্ঞার কারণেই পোস্তচাষ করতে পারে না রাজ্যগুলি। শুধু কয়েকটা রাজ্যকে ছাড় দেওয়া আছে। বিধানসভা অধিবেশনে, মুখ্যমন্ত্রী খাদ‌্য বাজেট নিয়ে বলতে গিয়ে পোস্ত চাষ নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন। প্রশ্ন তোলেন, কেন মাত্র চারটি রাজ্যে পোস্ত চাষ হবে? বাংলা কেন পোস্ত চাষের অনুমতি পাবে না? মুখ‌্যমন্ত্রী বিরোধী দলে থাকা বিধায়কদেরও এই ব‌্যাপারে সরব হতে বলেন। কেন্দ্রকে এই ব্যাপারে চিঠি লিখতে বলেন।
advertisement
মুখ‌্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি, বাংলার মানুষ সবচেয়ে বেশি পোস্ত খায়। আলুপোস্ত, পোস্ত বড়া, ঝিঙেপোস্ত, রুইপোস্ত। সবই পছেন্দর মেনু। তবু চড়া দামে ভিন রাজ্য থেকে পোস্ত কিনতে হচ্ছে। বাংলায় পোস্ত চাষ হলে রাজ‌্যবাসীকে ১০০ টাকায় পোস্ত খাওয়ানো যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পোস্ত চাষের জন্য রাজ্যে চিহ্নিত প্রায় ১৬০টি খামার, ফের আবেদন যাবে কেন্দ্রের কাছে 
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement