Prashant Kishor-Mamata Banerjee: 'PK আইপ্যাকের কেউ নয়', নেতাকর্মীদের কাছে স্পষ্ট করে দিলেন মমতা! 'এখন নতুন টিম'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Prashant Kishor-Mamata Banerjee: দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেন, ''ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে এই সব কাজ করানো হয়েছে।''
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের প্রশান্ত কিশোর অর্থাৎ PK-র নাম! নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিলেন, প্রশান্ত কিশোর আইপ্যাকের কেউ নয়। মমতা বলেন, ”PK আইপ্যাকের কেউ নয়। ও অন্য দল করে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। এখন একটা নতুন টিম।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আইপ্যাক ভাল সমীক্ষা করতে পারে। কিন্তু নির্বাচনে জেতাতে পারে না। এরপর আজ দলের সর্বস্তরের নেতা-নেত্রীদের সামনেই তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিলেন, আইপ্যাক এখন নতুন একটা টিম। এর সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও সম্পর্ক নেই। বস্তুত আইপ্যাকের কাজকর্ম নিয়ে দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। এবার তাতেই জল ঢাললেন দলের সর্বময় নেত্রী।
advertisement
আরও পড়ুন: ‘শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছিলাম’, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক অভিষেক! দিয়ে দিলেন ‘টার্গেট’
advertisement
এদিন তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্টতই বলেন, ”ভোটার লিস্ট ক্লিন করতে হবে। একটা এজেন্সি দিয়ে অনলাইনে এই সব কাজ করানো হয়েছে। ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে। এদের অনেক লোক এসেছে। এরা অনলাইনে কারসাজি করছে। ফিল্ড সমীক্ষা করেনি। একই এপিক কার্ডে বাংলায় অন্য রাজ্যের নাম তুলেছে। যাতে বাংলার কেউ ভোট না দিতে পারেন।”
advertisement
বিজেপিকে ফের ‘বহিরাগত’ আখ্যা দিয়ে মমতা বলেন, ”বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে। সেটা আপনাদের করতে হবে। বহিরাগতদের অতিথি ভাবে বাংলা। কিন্তু দখল করতে দেবে না। এটা বাংলা দখলের খেলা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 1:20 PM IST

