Caller impersonating Prashant Kishor| পঞ্জাবে প্রশান্ত কিশোর সেজে ভুয়ো কল কংগ্রেসের শীর্ষ নেতাদের! দল ভাঙাতে নতুন খেল!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Caller impersonating Prashant Kishor|নেতাদের উস্কানি দেওয়া হচ্ছে সরাসরি অমরিন্দর সিং এর বিরুদ্ধে জনসমক্ষে কুৎসা করার জন্য।
#লুধিয়ানা: ভোটকুশলী প্রশান্ত কিশোরের নাম নিয়ে ভুয়ো ফোন করে কংগ্রেস নেতাদের পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর বিরুদ্ধে কুৎসায় উস্কানি দেওয়া হচ্ছে। এই অভিযোগে এবার অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল পঞ্জাবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিরা পঞ্জাবের একাধিক শীর্ষস্তরের নেতাদের এবং জনপ্রতিনিধিদের গত পাঁচ সাত দিন ধরে বারংবার ফোন করছেন। তাঁরা নিজেদের পরিচয় দিচ্ছেন প্রশান্ত কিশোর হিসেবেই। এই নেতাদের উস্কানি দেওয়া হচ্ছে সরাসরি অমরিন্দর সিং এর বিরুদ্ধে জনসমক্ষে কুৎসা করার জন্য।
এই ফেক কলার পাঞ্জাবি কংগ্রেস নেতাদের বলছেন, সর্বসমক্ষে অমরিন্দর সিং-এর বিরোধিতা করলে তাঁদের কথা দিল্লিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর। অর্থাৎ বার্তাটি দেওয়া হচ্ছে এমন ভাবে যে প্রশান্ত কিশোর নিজেই চাইছেন দিল্লিতে এই ধরনের বিরোধাভাস যাক। প্রয়োজনে দায়িত্ব নিয়ে সেই কথা পৌঁছে দেবেন তিনি। বলাই বাহুল্য এই ঘটনার সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও সম্পর্কই নেই।
advertisement
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই ৪১৬, ৪১৯, ৪২০, ১০৯, ১২০ বি ধারা এবং আইটি আইনের ৬৬ ডি ধারায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।
advertisement
উল্লেখ্য দিন কয়েক দিন ধরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং নভজোৎ সিং সিধুর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। কিন্তু এই দ্বৈরথ থামাতে ইতিমধ্যেই তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে পাঞ্জাব কংগ্রেস। তারা সরাসরি রিপোর্ট দিয়েছেন সোনিয়া গান্ধিকে। এই কমিটিতে রয়েছেন মল্লিকার্জুন খাড়্গে, হরিশ রাওয়াত, জেপি আগারওয়াল। মনে করা হচ্ছে এই দ্বৈরথের সুযোগ নিয়ে কেউ উস্কানিমুলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
advertisement
উল্লেখ্য ২০১৭ সালেও প্রশান্ত কিশোর পঞ্জাবে কংগ্রেসের নির্বাচন স্ট্র্যাটেজিস্ট ছিলেন। চলতি বছর মার্চ মাসে তাঁকে অমরিন্দর সিং-এর মুখ্য উপদেষ্টা করা হয়েছে। জল্পনা রয়েছে, প্রশান্ত কিশোর ভোটের টিকিট সরবরাহের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যদিও অমরিন্দর সিং এর দাবি প্রশান্ত কিশোরের ভূমিকা স্রেফ পরামর্শদাতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2021 1:10 AM IST