হাতে কাটারি নিয়ে ঘুরছিল স্টুডিও মালিকের ছেলে, পুলিশকে দেখেই আক্রমণ! ভয়ঙ্কর ঘটনা বাঁশদ্রোণীতে

Last Updated:

ইন্দুজা স্টুডিওর মালিকের ছেলে এই আক্রমণকারী। নাম রুদ্র নারায়ণ ভট্টাচার্য। মানসিক ভারসাম্যহীন সে, জানা যায় বাবার সঙ্গে তার কোনও গন্ডগোল হয়েছিল। তারপর থেকে কাটারি নিয়ে ঘুরছিল রুদ্র।

হাতে কাটারি নিয়ে ঘুরছিল স্টুডিও মালিকের ছেলে, পুলিশকে দেখেই আক্রমণ! ভয়ঙ্কর ঘটনা বাঁশদ্রোণীতে
হাতে কাটারি নিয়ে ঘুরছিল স্টুডিও মালিকের ছেলে, পুলিশকে দেখেই আক্রমণ! ভয়ঙ্কর ঘটনা বাঁশদ্রোণীতে
বাঁশদ্রোণী: রবিবাসরীয় সকালে ব্যাপক আতঙ্ক বাঁশদ্রোণীতে! পুলিশের গায়ে পড়ল ধারালো অস্ত্রের কোপ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হল। কিন্তু কেন? পুলিশ সূত্রে খবর, “যে এ কাজ করেছে সে মানসিক ভারসাম্যহীন। এক বৃদ্ধ ১০০ ডায়াল করে পুলিশকে জানান তাঁর ছেলে তাঁর উপর আক্রমণ করেছে। পুলিশ অ্যাম্বুলেন্স পাঠায়।  পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেলে পুলিশকেও আক্রমন করে ছেলেটি। বাঁশদ্রোণী ব্রহ্মপুর সাউথ রোডের ঘটনা। ছেলের বিরুদ্ধে আগেও একটি মার্ডার কেস রয়েছে।”
ইন্দুজা স্টুডিওর মালিকের ছেলে এই আক্রমণকারী। নাম রুদ্র নারায়ণ ভট্টাচার্য। মানসিক ভারসাম্যহীন সে, জানা যায় বাবার সঙ্গে তার কোনও গন্ডগোল হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুদ্র প্রায়শই মারধর করত তার বাবাকে। গতকাল থেকেই মারধর শুরু হয়েছিল ফের। তারপর থেকে কাটারি নিয়ে ঘুরছিল রুদ্র। গড়িয়া পঞ্চাননতলায় পাড়ার ছেলেরা শান্ত করার চেষ্টা করেছিল তাকে। পুলিশ গিয়েছিল থামাতে, তখন পুলিশও আক্রান্ত হয়েছে। আহত সিভিক পুলিশের নাম রিঙ্কু সাহা।
advertisement
advertisement
আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের! 
পুলিশের গায়ে কোনও কোপ পড়েনি, ধস্তাধস্তিতে একজন সিভিক পুলিশ আহত। বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। অভিযুক্ত রুদ্র নারায়ণ ভট্টাচার্যকে প্রাথমিক চিকিৎসার পর বাঁশদ্রোণী থানা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতে কাটারি নিয়ে ঘুরছিল স্টুডিও মালিকের ছেলে, পুলিশকে দেখেই আক্রমণ! ভয়ঙ্কর ঘটনা বাঁশদ্রোণীতে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement