Rajganj BDO Update: লকারে বিপুল বেনামী সোনা, চুরি হলেও তাই পুলিশে অভিযোগ জানাননি রাজগঞ্জের বিডিও! স্বর্ণব্যবসায়ী খুনে নয়া মোড়

Last Updated:

লিশের পক্ষ থেকে আবারও কথা বলা হচ্ছে অশোক করের সঙ্গে৷ প্রসঙ্গত, অশোক কর নামে এই প্রাক্তন কর্মীর বিরুদ্ধেই রাজগঞ্জের বিডিও-র বাড়ির সোনা চুরির অভিযোগ ছিল৷

পুলিশের নজরে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের লকার৷
পুলিশের নজরে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের লকার৷
স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গতিবিধিতে আগেই নজর দিয়েছিল গোয়েন্দা শাখার পুলিশ৷ এবার বিডিও-র লকারে থাকা সোনার পরিমাণ কত ছিল সেদিকেই নজর গোয়েন্দাদের৷
সেই কারণে পুলিশের পক্ষ থেকে আবারও কথা বলা হচ্ছে অশোক করের সঙ্গে৷ প্রসঙ্গত, অশোক কর নামে এই প্রাক্তন কর্মীর বিরুদ্ধেই রাজগঞ্জের বিডিও-র বাড়ির সোনা চুরির অভিযোগ ছিল৷ চুরি করা সেই সোনাই সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দোকানে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ চুরি যাওয়া সেই সোনা উদ্ধার করতেই স্বপনবাবুকে অপহরণ করে নিয়ে গিয়ে বিডিও প্রশান্ত বর্মন এবং তাঁর লোকজন মারধর করে বলে অভিযোগ৷ যার জেরে মৃত্যু হয় ওই স্বর্ণব্যবসায়ীর৷
advertisement
গোটা ঘটনায় বিডিও-র বাড়ির প্রাক্তন কর্মী অশোক করকেই মূল সাক্ষী হিসেবে হাতিয়ার করছে গোয়েন্দা শাখার পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিডিও প্রশান্ত বর্মনের বাড়ির লকারে বিপুল পরিমাণ বেনামী সোনা ছিল৷ সেই কারণেই বাড়ি থেকে সোনা চুরি হলেও বিডিও প্রশান্ত বর্মন পুলিশে অভিযোগ না করে সোনা উদ্ধার করতে নিজেই হাতে আইন হাতে তুলে নিয়েছিলেন।
advertisement
advertisement
এই বেনামী সোনার পুরোটাই বিডিও-র নাকি অন্য কারও তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷ অশোক করের বয়ান অনুযায়ী, বিপুল পরিমাণ বেনামী সোনা থেকে কিছুটা সরালে বিডিও তা বুঝতে পারবেন না বলেই ভেবেছিলেন অশোক কর৷ গোয়েন্দাদের ধারণা, বিপুল পরিমাণ বেনামী সোনা থাকার কারণেই পুলিশে অভিযোগ না জানিয়ে নিজেই তা উদ্ধারের চেষ্টায় নামেন বিডিও৷ আর তা করতে গিয়েই মারধর করার সময় মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার৷
advertisement
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷ বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তাঁর দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ৷ সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও৷ গত ২৮ অক্টোবর ওই স্বর্ণব্যবসায়ীকে তাঁর দত্তাবাদের দোকান থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসেন ওই বিডিও এবং তাঁর সঙ্গীরা৷
advertisement
পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন ছ জন মিলে ওই স্বর্ণব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর করে৷ সেই মারধরের সময় মাথায় আঘাত লেগে স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়৷ এর পর বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণব্যবসায়ীর দেহ নিউ টাউনের যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়৷ বিডিও-র নীলবাতি লাগানো সরকারি গাড়িতেই নিয়ে যাওয়া হয় দেহ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও মূল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন এখনও অধরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajganj BDO Update: লকারে বিপুল বেনামী সোনা, চুরি হলেও তাই পুলিশে অভিযোগ জানাননি রাজগঞ্জের বিডিও! স্বর্ণব্যবসায়ী খুনে নয়া মোড়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement