Nausad Siddiqui: ভাঙড়ে ঢুকতে পুলিশের বাধা, অনড় নওশাদও! তিন ঘণ্টা ধরে নিউ টাউনের রাস্তায় নাটক

Last Updated:

পুলিশের দাবি, নির্বাচন এবং ভোট গণনা পর্বে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷

গাড়িতেই ঠায় বসে নওশাদ৷
গাড়িতেই ঠায় বসে নওশাদ৷
নিউ টাউন: ভোট মিটলেও চর্চায় ভাঙড়। এবার ভাঙড় যাওয়ার পথে নিউ টাউনে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আটকে দিল পুলিশ। বাধা পেয়েই রাস্তার উপরেই প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকেন ভাঙড়ের বিধায়ক। ওই পথ দিয়েই তিনি ভাঙড়ে ঢুকবেন বলে অনড় থাকেন আইএসএফ বিধায়ক।
পুলিশের দাবি, নির্বাচন এবং ভোট গণনা পর্বে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ সেই কারণেই নওশাদ সিদ্দিকিকে আটকানো হয়েছে৷
advertisement
এ দিন সকাল দশটার কিছু পরে নিউ টাউনের হাতিশালা হয়ে ভাঙড়ের দিকে যাচ্ছিেলন বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ কিন্তু হাতিশালার কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ৷ ঘটনাস্থলে ছিলেন নিউ টাউনের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়৷ নওশাদ সিদ্দিকিকে পুলিশ জানায়, ওই পথ দিয়ে তাঁর ভাঙড় যাওয়ার অনুমতি নেই৷
advertisement
যদিও পুলিশের আপত্তি মানতে চাননি নওশাদ৷ পুলিশের কাছে লিখিত নির্দেশিকা দাবি করেন তিনি৷ সেই নথিও তাঁকে দেওয়া হয়৷ এর পরেও অবশ্য এলাকা ছাড়তে চাননি নওশাদ৷ পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, এই পথ দিয়ে তাঁকে কোনও ভাবেই ভাঙড় যেতে দেওয়া সম্ভব নয়৷
ক্ষুব্ধ নওশাদ দাবি করেন, তিনি ভাঙড়ের আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন৷ জাহানারা খাতুন নামে এক আইএসএফ প্রার্থী এখনও ভাঙড় থেকে নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ করেন নওশাদ৷ তিনি বলেন, ‘আমি তো পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারি না৷ তাই এখানেই অপেক্ষা করছি৷ এই রাস্তা দিয়েই আমি ভাঙড় যাবো৷’
advertisement
পাল্টা নিউ টাউনের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘এই রাস্তা দিয়ে ভাঙড়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ বারুইপুরের মহকুমা শাসক এই নির্দেশ দিয়েছেন৷ কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে৷ তার মধ্যে বিধায়কের নাম নেই৷ তাই আমরা ওনাকে এই রাস্তা দিয়ে যেতে দিইনি৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nausad Siddiqui: ভাঙড়ে ঢুকতে পুলিশের বাধা, অনড় নওশাদও! তিন ঘণ্টা ধরে নিউ টাউনের রাস্তায় নাটক
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement