অ্যাডমিট ছাড়াই পরীক্ষা হলে,উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কেরিয়ার বাঁচালেন এই পুলিশকর্মী
- Published by:Arka Deb
Last Updated:
অ্যাডমিট কার্ড হাতে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলে ওই ছাত্রী৷ পুলিশের এমন মানবিকতাকে অভিনন্দন জানান পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা বোর্ডের আধিকারিকও৷
#হাওড়াঃ এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর একটি বছর বেঁচে গেল এক পুলিশের মানবিকতার কারণে৷
হাওড়া সাঁত্রাগাছির বাসিন্দা রোকসার খাতুন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী৷ শুক্রবার পরীক্ষা দিতে এলে বাড়িতেই ফেলে আসে পরীক্ষার অ্যাডমিট কার্ড| সাঁত্রাগাছির বাসিন্দা ছাত্রীটির সিট পরে সালকিয়া এ এস উচ্চবিদ্যালয়ে৷ পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই গেটে অ্যাডমিট কার্ড দেখতে চাওয়া হলে, তা খুঁজে পায়নিওই ছাত্রী৷ ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় সে৷
ছাত্ররীর কান্নাকাটি দেখেই এগিয়ে আসেন কর্তব্যরত গোলাবাড়ি তাহানার ট্রাফিক অফিসার অমিত দাশ৷ পুরো ঘটনার কথা শুনে তিনি স্কুল কর্তৃপক্ষকে আবেদন জানান ছাত্রীটিকে পরীক্ষায় বসতে দেওয়া হোক৷ ৩০ মিনিট সময় চেয়ে নেন তিনি৷ ছাত্রীটির থেকে তার বাড়ির ফোন নম্বর নিয়ে সোজা বাইক নিয়ে চলে যান অমিতবাবু ৷
advertisement
advertisement
এ দিকে পুলিশের আবেদনে স্কুল কর্তৃপক্ষ তিরিশ মিনিটের জন্য পরীক্ষায় বসতে দেওয়া হয়৷ তবে এও জানানো হয়, তিরিশ মিনিটের মধ্যে যদি অ্যাডমিট কার্ড দেখতে না পারে তাহলে বর্ডার নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, তার খাতা বাজেয়াপ্ত করা হবে৷ সালকিয়া থেকে প্রায় আট কিলোমিটার পথে অতিক্রম করে ছাত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এবং ছাত্রীর ভাই কে সঙ্গে নিয়ে মাত্র ২৩ মিনিটের মধ্যেই অ্যাডমিট কার্ড পৌঁছে দেন অমিতবাবু৷
advertisement
অ্যাডমিট কার্ড হাতে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলে ওই ছাত্রী৷ পুলিশের এমন মানবিকতাকে অভিনন্দন জানান পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা বোর্ডের আধিকারিকও৷
পরীক্ষা শেষে অমিতবাবুকে প্রণাম করতে পরীক্ষা দিতে আসা ছাত্রীরা এগিয়ে আসেন, আবেগে চোখে জল চলে আসে পুলিশকর্মী অমিতবাবুর | অমিতবাবু জানান, পরীক্ষায় বসা অসম্ভব জেনে কান্নাকাটি করা মেয়েটির মুখের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাবেই হোক মেয়েটির একটি বছর কোনোরকম ভাবে নষ্ট হতে দেব না৷ আর এতগুলো মেয়ে যখন তাকে প্রণাম করতে যায় তখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি |
advertisement
অমিতবাবুর কথায় রাস্তায় দাঁড়িয়ে বাহবার থেকে বেশি গালিগালজি শুনতে হয় সারাদিন৷ তাই ভালোবাসা পেলে আবেগপ্রবন হয়ে পড়াটাই স্বভাবিক বলে মনে করি |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2020 6:52 PM IST