ডেঙ্গি আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার, ভর্তি বেসরকারি হাসপাতালে

Last Updated:

হাওড়া পুরসভা, বালি পুরসভা, বিধাননগর পৌরসভা, কামারহাটি পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভা এবং শ্রীরামপুর পৌরসভায় ডেঙ্গু আটকাতে বিশেষ নজরদারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশই জটিল হচ্ছে। খারাপ হচ্ছে কলকাতার পরিস্থিতিও। শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই গত দু'মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই এবার ডেঙ্গি আক্রান্ত হলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গত দু’দিন ধরে পুলিশ কমিশনার জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর না কমায় তিনি ডেঙ্গি পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত। ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসার পরই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালেই বিনীত গোয়েলকে বেলভিউ হাসপাতালে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রাহুল জৈন এর তত্ত্বাবধানে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘোরেন? অভিষেককে নিশানা দিলীপের! চরম হুঁশিয়ারি
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর রক্তে প্লেটলেটের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে তাঁর শরীরে জলের মাত্রার দিকেও। তবে এখনও তাঁকে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।  বৃহস্পতিবার চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
advertisement
advertisement
গত কিছু দিন ধরেই কলকাতায় ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়ছে। প্রতিবছরই বর্ষার সময় ডেঙ্গি মাথাচাড়া দিলেও গত দু'বছর করোনার কারণে ডেঙ্গি অনেকটাই নিস্তেজ ছিল বলে জানাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, গত ২০১৯ সালে গোটা রাজ্য জুড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছিল। এ বছরে বর্ষার শুরুতে ডেঙ্গির প্রভাব খুব একটা নজরে না আসলেও অগাস্টের শুরু থেকেই ডেঙ্গি ছড়িয়ে পড়তে থাকে রাজ্যের বিভিন্ন এলাকায়। বুধবার রাজ্যে নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর।
advertisement
সবথেকে বেশি প্রকোপ কলকাতা,উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ,দার্জিলিং জেলায়।গ্রামে ডেঙ্গি আটকাতে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের গ্রামাঞ্চলের যে সমস্ত এলাকায় তুলনামূলক ভাবে ডেঙ্গি বেশি ছড়িয়েছে সে রকম ১৮ টি ব্লককে চিহ্নিত করা হয়েছে। সেই ব্লকগুলিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের কাজে জোর দিতে পঞ্চায়েত দফতর থেকে ক্যুইক রেসপন্স দল করা হয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর ডেঙ্গি মোকাবিলায় বিশেষ নজর দেওয়ার জন্য রাজ্যের  এই ১৮টি ব্লকে ক্যুইক রেসপন্স টিম গঠন করেছে।
advertisement
এছাড়াও হাওড়া পুরসভা, বালি পুরসভা, বিধাননগর পৌরসভা, কামারহাটি পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভা এবং শ্রীরামপুর পৌরসভায় ডেঙ্গু আটকাতে বিশেষ নজরদারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গি আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার, ভর্তি বেসরকারি হাসপাতালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement