Kalighat Murder Case: খাস কলকাতায় কালীঘাটে ভরদুপুরে কুপিয়ে খুন! পালিয়েও হল না শেষরক্ষা, অবশেষে গ্রেফতার অভিযুক্ত
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Kalighat Murder Case: খাস কলকাতায় কালীঘাটে ভরদুপুরে কুপিয়ে খুন৷ বেণীনন্দন স্ট্রিটে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত৷
কলকাতা: খাস কলকাতায় কালীঘাটে ভরদুপুরে কুপিয়ে খুন৷ বেণীনন্দন স্ট্রিটে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত৷ গত ১৩ তারিখ ভরদুপুরে খাস কলকাতায় খুন।
কালীঘাট থানার বেণীনন্দন স্ট্রিটের উপর সোনা-রুপোর দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। বচসা থামাতে এলে অভিযুক্ত যুবক তাঁর কিশোর ছেলেকেও কোপ মারে বলে অভিযোগ। সে এখন এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। শহরে এই ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
সৌমেনের বুকে, পেটে, ঘাড়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন পিকলু। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমেন। শেষে মৃত্যু হয় তাঁর। তাকে এসএএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালীঘাট থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
অভিযুক্ত অশেষ সরকার ১৩ তারিখের পর থেকেই পলাতক ছিলেন। সোমবার ভোরবেলায় কালীঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজই তোলা হবে আদালতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 12:23 PM IST