Joy Goswami| অসুস্থ জয় গোস্বামী! একাধিক সার্জারি হল হাসপাতালে, এখন কেমন আছেন কবি?

Last Updated:

Joy Goswami Sick: জয় গোস্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। কন্যা বুকুন জানান, সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তিনি বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সহ বহু সম্মান পেয়েছেন।

অসুস্থ জয় গোস্বামী! একাধিক সার্জারি হল হাসপাতালে, এখন কেমন আছেন কবি?
অসুস্থ জয় গোস্বামী! একাধিক সার্জারি হল হাসপাতালে, এখন কেমন আছেন কবি?
অসুস্থ জয় গোস্বামী (Joy Goswami) । কন্যা বুকুন জানান, সম্প্রতি তাঁদের সংসারে ঝড় বয়ে গিয়েছে। কিছুটা সামলে দিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে বুকুন লিখেছেন, “গত দুই সপ্তাহ আমাদের রোলার-কোস্টারের মত কেটেছে। জয়কে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং একাধিক শল্যচিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন সে বাড়ি ফিরেছে এবং ধীরে ধীরে সেরে উঠছে।”
বুকুন আরও লেখেন, “অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আর এই উদ্বেগ-অনুভূতির জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। তবে মানসিক ও আবেগগত চাপে আমরা কারও ফোন ধরতে পারিনি। এই কঠিন সময়ে কয়েকজন ঘনিষ্ঠ পরিবারবন্ধু ছাড়া কাউকে কিছু না জানানোর সিদ্ধান্তটা ছিল একান্তই আমার।”
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, জয় গোস্বামীর এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন এবং আগামী এক মাস ফোনে কথা বলা বা বাইরে বেরোনো—কোনওটাই তাঁর জন্য উপযুক্ত নয় বলে জানান বুকুন।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Bukun Chorai (@bukunchorai)

advertisement
বুকুন লেখেন, “আমি গভীর ভাবে কৃতজ্ঞ সেই ডাক্তারদের প্রতি এবং সেই শক্তিশালী, দুর্দান্ত সব মহিলাদের প্রতি, যারা প্রতিটি মুহূর্তে জয়ের পাশে থেকে তাঁর যত্ন নিয়েছেন।”
এর আগে ২০২১ সালে কবির অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জয়। বমি, পেটের সমস্যায় জর্জরিত ছিলেন। অক্সিজেন দিতে হচ্ছিল তাঁকে। অনুরাগীদের প্রার্থনায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
advertisement
সম্প্রতি ৭১ বছরে পা রেখেছেন জয়। তাঁর ধারণায় কিছু ‘মুদ্রণউপযোগী’ পঙ্ক্তি কবিতার নামে তিনি ছাপিয়েছেন, বহু সন্ধানের পরেও নিজস্ব কাব্যভাষা তিনি পাননি। তাই নিজেকে খোঁজার, নিজস্ব নিভৃতিতে বসে কাব্যরচনার প্রয়াস নেওয়ার সময় এখন। লেখা প্রকাশের বাসনা থেকে নিবৃত্তি নিয়ে শুধু লেখার উত্তেজনাকে জাগিয়ে রাখা সম্ভব কি না, সেই নিরীক্ষায় তিনি প্রবেশ করতে চান।
advertisement
এর বাইরে, আরও একটি বিষয়ের কথা লিখেছেন জয়। রাজ্য সরকার তাঁকে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছে। পেয়েছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট। এর পর থেকে যাবতীয় প্রতিষ্ঠানের কাছে তাঁর অনুরোধ, তাঁরা যেন আর কোনও পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচনা না করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Joy Goswami| অসুস্থ জয় গোস্বামী! একাধিক সার্জারি হল হাসপাতালে, এখন কেমন আছেন কবি?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement