Pneumonia: ভয়ঙ্কর আকার নিচ্ছে নিউমোনিয়া, টিকা নেওয়ার পরও আক্রান্ত হচ্ছে শিশুরা, ভর্তি ICU-তে
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Pneumonia: নিউমোনিয়া প্রতিষেধক টিকা নেওয়ার পরও শিশুদের মধ্যে দেখা যাচ্ছে নিউমোনিয়া সংক্রমণ। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে পঞ্চাশ শতাংশ শিশুদের চিকিৎসার জন্যে রাখতে হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ-তে।
কলকাতা: নিউমোনিয়া প্রতিষেধক টিকা নেওয়ার পরও শিশুদের মধ্যে দেখা যাচ্ছে নিউমোনিয়া সংক্রমণ! যার জেরে সর্দি, কাশি, শ্বাস কষ্ট, জ্বর সহ একাধিক উপসর্গ দেখা যাচ্ছে একরত্তিদের শরীরে। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে পঞ্চাশ শতাংশ শিশুদের চিকিৎসার জন্যে রাখতে হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউ-তে! আর এই নিয়েই বেজায় চিন্তায় শিশুরোগ বিশেষজ্ঞরা।
শীত বিদায়ের পথে। আর এই সময়ে ঘরে ঘরে একরত্তি শিশুদের মধ্যে দেখা যাচ্ছে নিউমোনিয়া সংক্রমণ। অনেক শিশুর অভিভাবকরা মনে করছেন নিউমোনিয়া প্রতিষেধক টিকা দেওয়া আছে শিশুকে, তাহলে কেনও নিউমোনিয়া সংক্রমণ হবে ? বা তাতে কি সঙ্কটজনক হবে পরিস্থিতি ?
advertisement
advertisement
শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে এক বিশেষ ধরনের একটি ব্যাকটেরিয়া সংক্রমণের জেরেই নিউমোনিয়াতে সংক্রমিত হচ্ছে শিশুরা। সরকারি এবং বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে যে সমস্ত শিশুদের চিকিৎসার জন্য ভর্তির প্রয়োজনীয়তা অনুভব করছেন চিকিৎসকরা, সেই শিশুদের শতকরা ৫০ ভাগ শিশুদের চিকিৎসা করতে হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউতে রেখেই। প্রতিষেধক টিকা নেওয়ার পরও আটকানো যাচ্ছে না নিউমোনিয়া সংক্রমণ। ক্রমেই চিন্তা বাড়াচ্ছে শিশুদের অভিভাবকদের মধ্যে।
advertisement
এই বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জানান, গত প্রায় দু-মাস যাবৎ শিশুদের মধ্যে নিউমোনিয়া সংক্রমণ ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। টিকা নেওয়া সত্ত্বেও ফুসফুসে কোনও কোনও ক্ষেত্রে পুঁজ জমে যাচ্ছে সংক্রমণের জেরে। অনেক ক্ষেত্রেই সেই পুঁজ সহজে বের করা যাচ্ছে না। অনেক সময়ে তো অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে হচ্ছে পুঁজ!
advertisement
ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কেন নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা? এর জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে বিশেষ ধরনের একটি ব্যাকটেরিয়াল সংক্রমণকে দায়ী করছেন শিশু চিকিৎসকরা। চিকিৎসকদের বক্তব্য, টিকার বেশ কিছু স্ট্রেন আছে। আবার অনেক স্ট্রেন নেই। যার জেরেই টিকা নেওয়া সত্ত্বেও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 7:08 PM IST