হোম /খবর /দেশ /
বাংলায় ট্যুইট করে সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: বাংলায় ট্যুইট করে সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi: সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • Share this:

কলকাতা:  সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি  পরিবারের সদস্যদের সমবেদনাও জানালেন। সোমবার রাতে বাংলায় ট্যুইট করে  প্রধানমন্ত্রী লেখেন,’ শ্রী সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন । তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার   সমবেদনা। ওঁ শান্তি’।

দীর্ঘ রোগভোগের পর সোমবার রাতে প্রয়াত হন সাহিত্যিক। উত্তরাধিকার, কালুপুরুষ, কালবেলা, সাতকাহন-এর মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন ৷ ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ সেখানেই চলছিল তাঁর চিকিৎসা৷ শেষের দিকে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল৷ ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সন্ধ্যায় কালপুরুষের দেশে চিরতরে পাড়ি দিলেন কালবেলা-র স্রষ্টা।

আরও পড়ুন :  হৃদি ভেসে যাওয়া তিস্তা আর করলানদীর স্রোত বয়ে চলে তাঁর সাতকাহনের উত্তরাধিকারে

সমরেশ মজুমদারের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোকবার্তায় লেখেন, ‘বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।   তিনি আজ  কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল:  দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি।পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কার সহ অজস্র সম্মানে  ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি  সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।

আরও পড়ুন :  চলে গেলেন কালবেলা, সাতকাহন-এর স্রষ্টা সমরেশ মজুমদার

মুখ্যমন্ত্রীর পর এ বার সমরেশ মজুমদারকে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করলেন। জনপ্রিয় এই কথাসাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ পাঠকমহল।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Narendra Modi, Samaresh Majumdar