Narendra Modi: পুজোর আগেই ফের বঙ্গে মোদি! সেপ্টেম্বরে কোথায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী? জানাল বিজেপি সূত্র

Last Updated:

Narendra Modi: বিজেপি সূত্রে খবর, পুজোর আগেই ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি (File Image)
নরেন্দ্র মোদি (File Image)
কলকাতা: গত শুক্রবারই কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, পুজোর আগেই ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। মহালয়ার আগে আরও একটি প্রধানমন্ত্রীর জনসভা করানোর পরিকল্পনা বিজেপির।
নবদ্বীপ সাংগঠনিক জেলার রানাঘাটে পরবর্তী জনসভা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে করতে পারেন প্রধানমন্ত্রী। রানাঘাটের কোন মাঠে হবে সেটি এখনও নিশ্চিত না হলেও সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আনার পরিকল্পনা চূড়ান্ত বলে খবর বিজেপি সূত্রে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার ৩টি নতুন মেট্রোরুটের উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে সড়কপথেই যশোর রোড মেট্রো স্টেশনে আসেন মোদি। পরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রশাসনিক সভা করেন। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিজেপির জনসভায় অংশ নিয়েছিলেন প্রধামন্ত্রী। ষণের পরেই ফের দিল্লি রওনা দেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi: পুজোর আগেই ফের বঙ্গে মোদি! সেপ্টেম্বরে কোথায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী? জানাল বিজেপি সূত্র
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement