মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট-এর বিরুদ্ধে করা মামলা খারিজ হাইকোর্টে
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডি.লিট-এর বিরুদ্ধে করা মামলা খারিজ হাইকোর্টে
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট বিরোধিতায় করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার কথা ঘোষণার পরই, তার বিরোধিতা করে মামলা হয় হাইকোর্টে। এদিন মামলাটি খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এটি আদালতের বিচার্য বিষয় নয়। ডিলিট দেওয়ায় জনস্বার্থ বিঘ্নিত হয়নি।
গত ১১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ সফল নেত্রী, তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক ৷ তাতে নব সংযোজন এই ডি.লিট সম্মান ৷ সমাজ সেবা ও সাহিত্যে অবদানের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মানে সম্মানিত করল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ উল্লেখ্য, এই প্রথম এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে ডি.লিট সম্মান দিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷
advertisement
অথচ এই সম্মান নিয়ে কম বিতর্ক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দেওয়া হবে সাম্মানিক ডি.লিট? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই মামলাটিই এদিন খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2018 2:07 PM IST