Fuel crisis in Bengal: পেট্রোল, ডিজেল শূন্য হতে পারে রাজ্যের একাধিক জেলা! বাংলাতেও জ্বালানি সঙ্কটের আশঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মঙ্গলবার থেকেই ট্যাঙ্কার চালকদের ধর্মঘটের জেরে হলদিয়ার ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷ বজবজ থেকেও কম সংখ্যক ট্যাঙ্কার বেরোচ্ছে৷
কলকাতা: ট্রাক চালকদের ধর্মঘট এবং বিক্ষোভের জেরে এবার এ রাজ্যেও জ্বালানি সঙ্কটের আশঙ্কা৷ ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোল পাম্প পেট্রোল, ডিজেল শূন্য হয়ে যাওয়ার মুখে৷ জ্বালানি সঙ্কটের খবরে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতেও গাড়ির লম্বা লাইন বাড়ছে৷
কেন্দ্রীয় সরকারের নতুন আইনে দুর্ঘটনার জন্য গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং জরিমানার বিধানের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছেন ট্রাক চালকরা৷ যার প্রভাব পড়েছে এ রাজ্যেও৷ ধর্মঘটে শামিল হয়েছেন পেট্রোল, ডিজেল বহনকারী ট্যাঙ্কারও৷ তাতেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে৷
advertisement
advertisement
পেট্রোল পাম্প মালিকদের সংগঠন সূত্রে খবর, বজবজ, মৌড়িগ্রাম, হলদিয়ার মতো ডিপোগুলি থেকেই মূলত কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি৷ মঙ্গলবার থেকেই ট্যাঙ্কার চালকদের ধর্মঘটের জেরে হলদিয়ার ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে৷ বজবজ থেকেও কম সংখ্যক ট্যাঙ্কার বেরোচ্ছে৷ আগামিকাল মৌড়িগ্রাম ডিপো থেকেও সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
এই পরিস্থিতিতে আগামিকাল দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলির পেট্রোল পাম্প পেট্রোল, ডিজেলের সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে৷ প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ জ্বালানি সঙ্কটের আশঙ্কার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার রাত থেকে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন পাম্পেও তেল ভরার জন্য গাড়ি এবং বাইকের ভিড় বেড়েছে৷
শেষ পর্যন্ত জ্বালানি সঙ্কট আরও বড় আকার ধারণ করলে তার প্রভাব গণ পরিবহণ থেকে শুরু করে জরুরি অন্যান্য পণ্য সরবরাহেও পড়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যেই মুম্বাইয়ে বহু পাম্প পেট্রোল শূন্য হয়ে পড়েছে, ফল সবজির জোগানেও টান পড়েছে দেশের বাণিজ্য নগরীতে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 10:35 PM IST