নাবালক দাদার সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী! গর্ভপাতের আর্জি খারিজ আদালতে

Last Updated:

আদালতে আবেদন করে ওই কিশোরীর বাবা-মা জানান, মাত্র কিছুদিন আগেই তাঁরা কিশোরীর গর্ভধারণের বিষয়টি জানতে পেরেছেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তিরুঅনন্তপুুরম: নাবালক দাদার সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাত্র ১২ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ১২ বছরের এক কিশোরী৷ যদিও কেরল হাইকোর্ট নির্দেশ দিয়ে জানাল, ওই কিশোরীর গর্ভপাত করানো যাবে না৷ কারণ ইতিমধ্যেই ওই কিশোরীর গর্ভস্থ ভ্রূণের বয়স ৩৪ সপ্তাহ হয়ে গিয়েছে৷
নির্দেশ দিতে গিয়ে কেরল হাইকোর্ট জানায়, ওই ভ্রূণের বয়স ৩৪ সপ্তাহ হয়ে গিয়েছে এবং সেটি সম্পূর্ণ পরিণত৷ এখন সে মাতৃ জঠরের বাইরে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে৷
advertisement
বিচারপতি দেভন রামচন্দ্রন নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, ওই কিশোরীকে তার বাবা-মায়ের হেফাজতেই রাখতে হবে৷ ওই কিশোরীর বাবা-মা-ই অবশ্য গর্ভপাত করানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন৷ ওই কিশোরীর নাবালক দাদা, যার বিরুদ্ধে কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে, তাকে ওই কিশোরীর আশেপাশেও যাতে যেতে না দেওয়া হয়, সেই নির্দেশও দিয়েছে আদালত৷
advertisement
আদালতে আবেদন করে ওই কিশোরীর বাবা-মা জানান, মাত্র কিছুদিন আগেই তাঁরা কিশোরীর গর্ভধারণের বিষয়টি জানতে পেরেছেন৷ কিশোরী যদি সন্তানের জন্ম দেয়, তাহলে তার শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে বলেও আবেদনে আর্জি জানান ওই নাবালিকার বাবা-মা৷
গত বছর এপ্রিল মাসেও কলকাতা হাইকোর্ট ধর্ষণের শিকার ১২ বছর বয়সি অন্য এক কিশোরীর গর্ভপাতের আবেদন নাকচ করে দিয়েছিল৷ সেই মামলায় আদালতের যুক্তি ছিল, গর্ভপাত করাতে গেলে ওই কিশোরীর মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালক দাদার সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী! গর্ভপাতের আর্জি খারিজ আদালতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement