নাবালক দাদার সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী! গর্ভপাতের আর্জি খারিজ আদালতে

Last Updated:

আদালতে আবেদন করে ওই কিশোরীর বাবা-মা জানান, মাত্র কিছুদিন আগেই তাঁরা কিশোরীর গর্ভধারণের বিষয়টি জানতে পেরেছেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তিরুঅনন্তপুুরম: নাবালক দাদার সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাত্র ১২ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ১২ বছরের এক কিশোরী৷ যদিও কেরল হাইকোর্ট নির্দেশ দিয়ে জানাল, ওই কিশোরীর গর্ভপাত করানো যাবে না৷ কারণ ইতিমধ্যেই ওই কিশোরীর গর্ভস্থ ভ্রূণের বয়স ৩৪ সপ্তাহ হয়ে গিয়েছে৷
নির্দেশ দিতে গিয়ে কেরল হাইকোর্ট জানায়, ওই ভ্রূণের বয়স ৩৪ সপ্তাহ হয়ে গিয়েছে এবং সেটি সম্পূর্ণ পরিণত৷ এখন সে মাতৃ জঠরের বাইরে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে৷
advertisement
বিচারপতি দেভন রামচন্দ্রন নির্দেশ দিতে গিয়ে আরও বলেন, ওই কিশোরীকে তার বাবা-মায়ের হেফাজতেই রাখতে হবে৷ ওই কিশোরীর বাবা-মা-ই অবশ্য গর্ভপাত করানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন৷ ওই কিশোরীর নাবালক দাদা, যার বিরুদ্ধে কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে, তাকে ওই কিশোরীর আশেপাশেও যাতে যেতে না দেওয়া হয়, সেই নির্দেশও দিয়েছে আদালত৷
advertisement
আদালতে আবেদন করে ওই কিশোরীর বাবা-মা জানান, মাত্র কিছুদিন আগেই তাঁরা কিশোরীর গর্ভধারণের বিষয়টি জানতে পেরেছেন৷ কিশোরী যদি সন্তানের জন্ম দেয়, তাহলে তার শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে বলেও আবেদনে আর্জি জানান ওই নাবালিকার বাবা-মা৷
গত বছর এপ্রিল মাসেও কলকাতা হাইকোর্ট ধর্ষণের শিকার ১২ বছর বয়সি অন্য এক কিশোরীর গর্ভপাতের আবেদন নাকচ করে দিয়েছিল৷ সেই মামলায় আদালতের যুক্তি ছিল, গর্ভপাত করাতে গেলে ওই কিশোরীর মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাবালক দাদার সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা ১২ বছরের কিশোরী! গর্ভপাতের আর্জি খারিজ আদালতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement