Kolkata Metro: মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল, বউবাজারে ফের আতঙ্ক, মাঝরাতে রাস্তায় বাসিন্দারা

Last Updated:

বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে এ দিন সন্ধ্যা থেকেই ফাটল ধরা পড়েছে৷

ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী৷
ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী৷
#কলকাতা: ফের বৌবাজারে মেট্রোর কাজ করতে গিয়ে বিপত্তি৷ আবারও বউবাজারের বেশ কিছু বাড়িতে বড়সড় ফাটল ধরা পড়ল৷ ইতিমধ্যেই বাড়ি খালি করে দেওয়ার জন্য পুলিশের তরফে মাইকিং শুরু হয়েছে৷ কিন্তু বাড়ি ছেড়ে যেতে নারাজ স্থানীয় বাসিন্দারা৷ ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ এবং মেট্রোর রেলের কাজের বরাত পাওয়া স্ংস্থার কর্তাদের বাদানুবাদও শুরু হয়ে গিয়েছে৷
বউবাজার দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গ তৈরির সময় ২০১৯ সালে প্রথম বার বেশ কিছু বাড়িতে ফাটল ধরা পড়ে৷ এর পর ফের ২০২০ সালে ফাটল ধরা পড়ে৷ দু' বারই বহু পরিবারকে বসত বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁরা দু' তিন বছর আগে বাড়ি ছেড়ে গিয়েিছলেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷ তাই এবার আর নিজেদের বাড়ি ছেড়ে বেরোতে নারাজ স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে৷ এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
advertisement
বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে এ দিন সন্ধ্যা থেকেই ফাটল ধরা পড়েছে৷ মেট্রো সূত্রে খবর, ওই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ৷ বর্তমানে সুড়ঙ্গে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে৷ পাশাপাশি উর্বি ও চান্ডি নামে দু'টি টানেল বোরিং মেশিনকে কেটে কেটে মাটির নীচ থেকে তোলার কাজ চলছে৷ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, 'প্রাণ ভয়ে আমরা রাস্তায় নেমে এসেছি৷ কিন্তু কার ভরসায় কোথায় যাব? আগে যাঁরা বাড়ি ছেড়ে গিয়েছেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷'
advertisement
ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এন সি কারমালি জানিয়েছেন, 'বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে৷ হোটেলে নিয়ে রাখা হবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে৷ পনেরোটি মতো পরিবার রয়েছে৷ আমাদের পক্ষ থেকে যা করণীয়, করা হচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷' তাঁর আরও দাবি, 'ফাটল সবে ধরতে শুরু করেছিল৷ খুব ভয়ের কিছু নেই৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই পরিবারগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে৷'
advertisement
মেট্রো কর্তৃপক্ষের আশ্বাসে অবশ্য বাড়ি ছাড়তে নারাজ ওই বাড়িগুলির বাসিন্দারা৷ অনেকেই ভিতরে ঢুকে জরুরি সামগ্রী ও নথি বের করে আনছেন৷ গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার৷
Sourajyoti Banerjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল, বউবাজারে ফের আতঙ্ক, মাঝরাতে রাস্তায় বাসিন্দারা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement