#কলকাতা: অ্যাপ ক্যাব ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা। পয়লা ও দোসরা জুলাই ভাড়াবৃদ্ধির দাবিতে টানা ৪৮ ঘণ্টা কলকাতায় অ্যাপ ক্যাবের ধর্মঘটের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড।
সোমবারের মতই মঙ্গলবার সকাল থেকে রাস্তায় অ্যাপ ক্যাবের অভাব। চরম ভোগান্তিতে পর্যটক থেকে নিত্যযাত্রীরা। সমস্যা বাড়িয়েছে এআইটিইউসি-র ডাকা ট্যাক্সি ধর্মঘট। দু-দিন ধরে রাস্তায় উধাও অ্যাপ ক্যাব। তার মধ্যেই হলুদ ট্যাক্সিরও ধর্মঘটে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কায় শহরবাসী।
লভ্যাংশের টাকা না পাওয়ার অভিযোগ ৷ টাকা দিচ্ছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি ৷ অভিযোগ অ্যাপ ক্যাব চালকদের একাংশের ৷ পাশাপাশি বেড়েছে পুলিশি হয়রানি, অভিযোগ চালকদের ৷ প্রতিবাদে ধর্মঘটে অ্যাপ ক্যাব চালকরা ৷ হাওড়া, শিয়ালদহে দুর্ভোগে যাত্রীরা ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে দুর্ভোগের এক ছবি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App Cab, App Cab Strike, Taxi, Taxi Strike