Road Work: পুজোর আগেই শেষ করে দিতে হবে সব রাস্তা মেরামতির প্যাচ ওয়ার্ক, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Nabanna on Road Work: বিভিন্ন জেলার একাধিক রাস্তায় এবং জাতীয় সড়কে গর্ত হয়ে রয়েছে। অবিলম্বে সেই জায়গাগুলিতে যাতে প্যাচওয়ার্কের কাজ করে দেওয়া হয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: বর্ষায় বেহাল রাস্তা যাতে দুর্গাপুজোর আগেই মেরামত হয়, তার জন্য পদক্ষেপ রাজ্যের। শনিবার জেলাশাসকদের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, দুর্গাপুজোর আগেই সব রাস্তার প্যাচ ওয়ার্ক শেষ করে দিতে হবে। প্রসঙ্গত বিভিন্ন জেলার একাধিক রাস্তায় এবং জাতীয় সড়কে গর্ত হয়ে রয়েছে। অবিলম্বে সেই জায়গাগুলিতে যাতে প্যাচওয়ার্কের কাজ করে দেওয়া হয়, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাস্তার জন্য কোনওভাবেই যাতে মানুষের সমস্যা না হয়, সেটা দেখতে হবে।
পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সংক্রান্ত টেন্ডারের কাজগুলি দ্রুত সম্পূর্ণ হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। ‘শ্রমশ্রী’ প্রকল্পে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলি থেকে প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিকদের আবেদন আসছে। আবেদনগুলির দ্রুত স্ক্রুটিনি করে তার প্রক্রিয়া শুরু করে দিতে হবে। এই সকল মর্মে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। শনিবার বিকেলে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব।
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই এসএসসি পরীক্ষা! সতর্ক প্রশাসন, পরীক্ষার্থীদের সাহায্যের জন্য খোলা হল কন্ট্রোল রুম
মাত্র ২৬ দিনে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মানুষের যোগদান ছুঁয়ে ফেলেছে এক কোটির গণ্ডি। অর্থাৎ, এক কোটির বেশি মানুষ ২৬ দিনে এই প্রকল্পের শিবিরে যোগ দিয়েছেন। গত শুক্রবার এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় সরকারি কর্মী এবং স্বেচ্ছাসেবকেরা বুথে বুথে নানা সমস্যা খতিয়ে দেখে কী ভাবে সমাধান সম্ভব, তার রূপরেখা তৈরি করছেন। রাজ্য সরকারের এই আর্থিক ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে নারী-পুরুষ ভেদে বাংলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রাজ্যের মানুষের জন্য আরও শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলেছে বলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2025 10:21 PM IST







