নবান্ন অভিযানে গিয়ে জখম নির্যাতিতার মা! এখন কী অবস্থা? সারা রাত পর্যবেক্ষণের পর চিকিৎসকরা যা বললেন!
- Published by:Tias Banerjee
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছে এবং নির্যাতিতার বাবাকেও ধাক্কা দিয়েছে।
নবান্ন অভিযানে গিয়ে পুলিশের হাতে জখম হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের মা—এমন অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা। তাঁর দাবি, আহত স্ত্রীকে বাইপাসের ধারের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা হলেও ভর্তি নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ। এই ঘটনার নেপথ্যে রাজ্য সরকারের ‘চাপ’ ছিল বলেও অভিযোগ তাঁর।
রবিবার কেমন আছেন নির্যাতিতার মা? হাসপাতাল সুত্রেই এল খবর। জানা গিয়েছে, অভয়ার মায়ের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। রাতে কোনও সমস্যা হয়নি, মাথাব্যথা বা ঝিমুনির লক্ষণও নেই। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। নার্সদের তত্ত্বাবধানে তিনি জরুরি বিভাগে হাঁটাচলা করেছেন।
advertisement
advertisement

জরুরি বিভাগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা আজও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে জানিয়েছেন— নতুন করে কোনও সমস্যা নেই। তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি রোগীর মতোই, এই রোগীর ক্ষেত্রেও সমস্ত চিকিৎসা প্রোটোকল, গাইডলাইন ও নিরাপত্তা মেনে পরিষেবা দেওয়া হয়েছে।
advertisement
রবিবার নির্যাতিতার বাবা জানান, শনিবার থেকে রবিবার পর্যন্ত স্ত্রীকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। তবে ভর্তি না নিলেও চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জানান, দুপুরেই স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাবেন।
advertisement
শনিবার, আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় মেয়ের ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে পথে নামেন নিহত চিকিৎসকের মা-বাবা। নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছে এবং নির্যাতিতার বাবাকেও ধাক্কা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 2:10 PM IST