‘পূজালির ৯নং ওয়ার্ডে বিজেপি জিতল কী করে?’ প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

‘পূজালির ৯নং ওয়ার্ডে বিজেপি জিতল কী করে?’ প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের

#কলকাতা: সাত পুরসভার ভোটেও অব্যাহত তৃণমূল ঝড় ৷ সমতল ছেড়ে এবারে পাহাড়েও খাতা খুলেছে ঘাসফুল ৷ এরই মাঝে পূজালিতে দুটি ওয়ার্ডে বিজেপির জয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
বিরোধীদের মুখে বুলি থাকলেও ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি ৷ সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে প্রভূত সাফল্যের পর এরাজ্যে প্রভাব বিস্তারে ঝুঁকেছিল গেরুয়া শিবির ৷ দুর্বল বিরোধী পক্ষের তরফে জোড়াফুলের মোক্ষম চ্যালেঞ্জ হিসেবে পেশ করা হচ্ছিল গেরুয়া শিবিরকে ৷ কিন্তু পুরভোটের ফলে সবই ফক্কা ৷
একমাত্র পূজালিতেই কংগ্রেস বামফ্রন্টকে পিছনে ফেলে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ তাও সংগ্রহে মাত্র দুই ওয়ার্ড ৷ এছাড়া বাকি ছয় পুরসভার মধ্যে শুধু রায়গঞ্জে একটি ওয়ার্ডে জয়ী হয়েই সন্তুষ্ট থাকতে হল গেরুয়া শিবিরকে ৷
advertisement
advertisement
পূজালিতে ৯ ও ৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপি ৷ এই পুরসভাতেই গত ১৪ তারিখ ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল ৷ ৯ নম্বর ওয়ার্ড থেকে সন্ত্রাসের অভিযোগ এসেছিল সবথেকে বেশি ৷ বিরোধীরা শাসক দল আশ্রিত দুষ্কৃতির দিকে অভিযোগের আঙুল তোলে ৷ অথচ সেই ৯ নম্বর ওয়ার্ড থেকেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ৷ গেরুয়া শিবিরের এই জয়কেই কটাক্ষ করে তৃণমূল মহাসচিবের মন্তব্য, ‘পূজালির ৯নং ওয়ার্ডে বিজেপি জিতল কী করে?’
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের মতে, ‘এখানে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কাজ করতে হবে ৷ অন্যরা এখানে শুধু নিজেদের গদির জন্য ভাবে, মানুষের জন্য নয় ৷’
অন্যদিকে, তৃণমূলের ফলে উচ্ছ্বসিত মহাসচিব ৷ জানালেন,
‘পাহাড়ে ভাল ফল করেছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমে, পাহাড়ের মানুষের মন জয় করেছে তৃণমূল ৷ সবাইকে ধন্যবাদ ৷ সমতলে অসামান্য সাফল্য তৃণমূলের ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বীকৃতি এই জয় ৷ তৃণমূলের উপর আস্থা রেখেছে জনগণ ৷ এত কু‍ৎসা, অপপ্রচার সত্ত্বেও মানুষ পাশে রয়েছে ৷ মানুষকে ভুল বুঝিয়ে বেশিদিন রোখা যাবে না ৷ আমাদের জনসমর্থন আছে, টাকা নেই ৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘পূজালির ৯নং ওয়ার্ডে বিজেপি জিতল কী করে?’ প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement