Partha Chatterjee: বিধায়ক পদে ইস্তফা দিতে চান পার্থ, আদালতে জানালেন আইনজীবী

Last Updated:

ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলীয় সব পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস৷

বিধায়ক পদ ছাড়তে চান পার্থ৷
বিধায়ক পদ ছাড়তে চান পার্থ৷
#সৌরভ তিওয়ারি, কলকাতা: বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এ দিন আদালতে এমনই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী বলে দাবি করে তাঁর জামিনের বিরোধিতা করেছে ইডি৷ সেই অভিযোগকে নস্যাৎ করতেই পার্থ যে বিধায়ক পদও ছেড়ে দিতে তৈরি, এ দিন আদালতের সামনে সেরকমই দাবি করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী৷
ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলীয় সব পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস৷ ফলে আপাতত শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক পদই রয়েছে পার্থর৷ জামিন পেতে সেই বিধায়ক পদ ছাড়তেও তৈরি প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন ফের একবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে  ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি৷ প্রাক্তন মন্ত্রীর জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী দাবি করেন, পার্থ একজন সাধারণ মানুষ৷ তাঁর বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই৷ তাঁর বয়সও ৭২ বছর৷ ফলে জামিন পেলেও তিনি কোথাও পালিয়ে যাবেন, এমন আশঙ্কা নেই৷
advertisement
সওয়াল করতে গিয়ে এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, এই ঘটনায় পার্থ নিজেই চক্রান্তের শিকার৷ পার্থর বয়সের কথা উল্লেখ করে যে কোনও মূল্যে  তাঁর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী৷
যদিও প্রত্যাশিত ভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী৷ হেফাজতে রেখে পার্থ এবং অর্পিতাকে জেরা করা প্রয়োজন বলেও আর্জি জানান তিনি৷ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি এলআইসি-তে যে পার্থকে নমিনি করা ছিল,  আদালতের সামনে সেই তথ্যও তুলে ধরেন ইডি-র আইনজীবী৷ দু' পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রাখেন বিচারক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: বিধায়ক পদে ইস্তফা দিতে চান পার্থ, আদালতে জানালেন আইনজীবী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement