Partha Chatterjee: বিধায়ক পদে ইস্তফা দিতে চান পার্থ, আদালতে জানালেন আইনজীবী

Last Updated:

ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলীয় সব পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস৷

বিধায়ক পদ ছাড়তে চান পার্থ৷
বিধায়ক পদ ছাড়তে চান পার্থ৷
#সৌরভ তিওয়ারি, কলকাতা: বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়৷ এ দিন আদালতে এমনই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী বলে দাবি করে তাঁর জামিনের বিরোধিতা করেছে ইডি৷ সেই অভিযোগকে নস্যাৎ করতেই পার্থ যে বিধায়ক পদও ছেড়ে দিতে তৈরি, এ দিন আদালতের সামনে সেরকমই দাবি করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী৷
ইতিমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দলীয় সব পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস৷ ফলে আপাতত শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক পদই রয়েছে পার্থর৷ জামিন পেতে সেই বিধায়ক পদ ছাড়তেও তৈরি প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন ফের একবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে  ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি৷ প্রাক্তন মন্ত্রীর জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী দাবি করেন, পার্থ একজন সাধারণ মানুষ৷ তাঁর বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই৷ তাঁর বয়সও ৭২ বছর৷ ফলে জামিন পেলেও তিনি কোথাও পালিয়ে যাবেন, এমন আশঙ্কা নেই৷
advertisement
সওয়াল করতে গিয়ে এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, এই ঘটনায় পার্থ নিজেই চক্রান্তের শিকার৷ পার্থর বয়সের কথা উল্লেখ করে যে কোনও মূল্যে  তাঁর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী৷
যদিও প্রত্যাশিত ভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী৷ হেফাজতে রেখে পার্থ এবং অর্পিতাকে জেরা করা প্রয়োজন বলেও আর্জি জানান তিনি৷ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি এলআইসি-তে যে পার্থকে নমিনি করা ছিল,  আদালতের সামনে সেই তথ্যও তুলে ধরেন ইডি-র আইনজীবী৷ দু' পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রাখেন বিচারক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: বিধায়ক পদে ইস্তফা দিতে চান পার্থ, আদালতে জানালেন আইনজীবী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement