'King Maker' পার্থ চট্টোপাধ্যায়..., শিক্ষক দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর সওয়াল সিবিআইয়ের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Partha Chatterjee: শিক্ষক দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।
কলকাতা: শিক্ষক দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। তাঁর স্পষ্ট দাবি “শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনও যোগই নেই পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এই দুর্নীতি সম্পর্কে যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি।”
এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় প্রত্যেককে জামিন দেওয়া হোক বলে দাবি করলেন আবেদনকারী আইনজীবী। আগামী ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিন মামলায় পাল্টা সওয়াল করার কথা সিবিআই-এর।
advertisement
এদিন শুনানিতে সিবিআই অত্যন্ত সংক্ষিপ্ত সওয়াল করেছে। পার্থ চট্টোপাধ্যায়কে ‘কিং মেকার পার্থ চট্টোপাধ্যায়’ আখ্যা দিয়ে আদালতে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী। প্রতিবারের মতো আজও মাত্র দুলাইন সওয়ালে বলেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় সিবিআই বিস্তারিত সওয়াল করবে আগামী ১৭ ডিসেম্বর।
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পর গত সপ্তাহে বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ভৎর্সনা করেন বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে? তা নির্ধারণ করার এক্তিয়ার আপনাকে কে দিল? এই মর্মে পার্থর আইনজীবীকে ভর্ৎসনা বিচারকের।
advertisement
বৃহস্পতিবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে বিচারকের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, যেহেতু সিবিআইয়ের মামলাটি ইডি’র আর্জি মোতাবেক এখনও অন্য আদালত বা এজলাসে স্থানান্তরিত হয়নি, তাই ওই এক এজলাসেই পার্থ চট্টোপাধ্যায়ের ওই মামলাটিও যেন শোনা হয় ৷
এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে কলকাতার বিচার ভবনের বিচারক বলেন,”আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন ৷ কোন আদালতে মামলা থাকবে, সেটা আপনি ঠিক করবেন না ৷” গত বুধবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষারমন্ত্রীর জামিনের মামলার শুনানিতেও দুই বিচারপতির বেঞ্চ পার্থকে ভর্ৎসনা করে ৷ তাঁকে ‘আপাত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি’ বলে উল্লেখ করেন বিচারক ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 5:34 PM IST