জুজু দেখাচ্ছে কেন্দ্র, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে আয়কর হানা, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর তলবে রাজনৈতিক প্রতিহিংসার ছায়াই দেখছে তৃণমূল কংগ্রেস।

#কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর তলবে রাজনৈতিক প্রতিহিংসার ছায়াই দেখছে তৃণমূল কংগ্রেস। কোলাঘাটের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, নোটবাতিলের প্রতিবাদ করাতেই সিবিআই জুজু দেখাচ্ছেন মোদি। রাজ্য সরকারকে দুর্বল করতেই তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িয়ে আয়কর হানা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর তলব নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আগুনে ঘি দিল, বুধবার, তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর দফতরের হানা। ক্ষোভ উগরে তৃণমূল নেত্রীর হুঙ্কার, মুখ্যসচিবের বাড়িতে হানা, এবার আমাকে গ্রেফতার করুন না, রাজনৈতিক প্রতিহিংসা বেরিয়ে যাবে ৷
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পি রামমোহন রাওয়ের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর অভিযোগই তুলছে তৃণমূল কংগ্রেস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য,  ‘যারা নোট বাতিলের বিরোধিতা করছে ৷ তাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে ৷ সরকারি এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে ৷ সিদ্ধার্থনাথ  সিং তো চুরির নায়ক ৷ উনি কী সরকারি এজেন্সির মুখপত্র? ভারতবর্ষে একটা ভয়ঙ্কর সময় চলছে ৷ কেন্দ্র এভাবে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করলে এরাজ্যের মানুষ বিজেপি নেতাদের যোগ্য জবাব দেবে ৷’  মমতাকে পাল্টা তোপ দেগেছে বিজেপিও।
advertisement
advertisement
সংসদে নোটবাতিল নিয়ে বিরোধীদের মিলিত প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস ও এআইএএডিএমকে-ও। এইসময়ে কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতা কি স্রেফ কাকতালীয়? নাকি অন্য ইন্ধন রয়েছে? বিজেপি, বেছে বেছে টার্গেট করছে বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জুজু দেখাচ্ছে কেন্দ্র, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে আয়কর হানা, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement