Partha Chatterjee: পুজোয় জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়ের এ কী রূপ! চমকে উঠলেন সকলে

Last Updated:

Partha Chatterjee: জেল সূত্রের খবর, কয়েকজন কয়েদির অনুরোধে ষষ্ঠীর সন্ধায় ঢাক বাজিয়েছেন তিনি। টানা প্রায় দশ মিনিট ঢাক বাজিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

পুজোয় অন্য মুডে পার্থ
পুজোয় অন্য মুডে পার্থ
#কলকাতা: এবারে একেবারে অন্য রকম পুজো অভিজ্ঞতা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি ছিলেন নাকতলা উদয়ন সংঘের পুজোর আয়োজক। তাঁর পুজো আর পাঁচজন হেভিওয়েটের পুজোর মতোই ছিল। কিন্তু এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে বর্তমানে তিনি জেলে। সেই প্রেসিডেন্সি জেলে বসেই কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো। আবেদন করেও জামিন পাননি তিনি। এমনকী তাঁর পুজো নাকতলা উদয়ন সংঘ এবার কোনও পুরস্কারও পায়নি। এরই মধ্যে অবশ্য পুজোতে জেলেই কিছুটা মানিয়ে নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
জেল সূত্রের খবর, কয়েকজন কয়েদির অনুরোধে ষষ্ঠীর সন্ধায় ঢাক বাজিয়েছেন তিনি। টানা প্রায় দশ মিনিট ঢাক বাজিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী বেশ কিছুক্ষণ মণ্ডপে ছিলেন এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ। সেখানেই ঢাক বাজিয়ে মাকে প্রণাম সেরে তাঁর সেলে চলে আসেন।
advertisement
advertisement
এদিকে,‌ আলিপুর মহিলা সংশোধনাগারের পুজোকে ঘিরে বেশ উজ্জীবিতই দেখা গিয়েছে আরেক অভিযুক্ত অপির্তা মুখোপাধ্যায়কে। জেলের বাইরে থাকাকালীন মণ্ডপে মণ্ডপে পুজোর উদ্বোধনে দেখা যেত তাঁকে। নাকতলার পুজোয় পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়েই থাকতেন তিনি। কিন্তু এবার তিনি জেলবন্দি।
advertisement
সূত্রের খবর, পুজোয় জেলবন্দি থাকা নিয়ে আক্ষেপ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে জেলের খাবারের তালিকায় ছিল মুগের ডাল, লম্বা বেগুন ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল এবং চাটনি। যা কিছুটা হলেও খুশি করেছে অর্পিতার মুড। এদিকে, দুর্গাপুজোয় বেশ পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষও। সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাসির মাংস থেকে পোলাও,কাতলা মাছ,দই মিষ্টি পায়েস তো থাকছেই। সঙ্গে থাকছে ফ্রায়েড রাইস। অন্যবারের মত এবারও জেলে দুর্গা পুজো হচ্ছে। জেলের মধ্যেই এক টুকরো গ্রাম বানিয়েছেন আবাসিকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পুজোয় জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়ের এ কী রূপ! চমকে উঠলেন সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement