Partha Chatterjee || Bayron Biswas: বায়রনের 'দলবদল' নিয়ে 'বিস্ফোরক' পার্থ চট্টোপাধ্যায়! আদালতে ঢোকার মুখে চমকে দেওয়া প্রতিক্রিয়ায় তোলপাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Partha Chatterjee || Bayron Biswas: সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী প্রতিক্রিয়া দেবেন? এরই উত্তরে ফের একবার দলের হয়ে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা: ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ। সেই সময় সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে জানতে চান, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী প্রতিক্রিয়া দেবেন? এরই উত্তরে ফের একবার দলের হয়ে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।
ক্যামেরার দিকে না তাকিয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ প্রত্যয়ী তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল প্রাক্তন মহাসচিব।
advertisement
advertisement
কংগ্রেসের প্রার্থী হয়ে সাগরদিঘি জয়ের ৩ মাসের মধ্যে দল বদলে তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। মাত্র তিন মাস আগেই প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। কিন্তু শেষমেশ অভিষেকের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বায়রন। তারই পরিপ্রেক্ষিতে ফের একবার মুখ খুলতে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়কে।
advertisement
এর আগেও একাধিকবার ক্যামেরার সামনে দলের হয়ে মুখ খুলতে দেখা গিয়েছে এই বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীকে। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন, কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। এদিনও যেমন তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির পর তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেড়ে নেওয়া হয়েছে মন্ত্রিত্ব। এমনকী দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। তারপরেই দলের প্রতি নিজের বিশ্বস্ততা দেখাতে কোনও কসুর রাখছেন না পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 3:09 PM IST