Arpita Mukherjee Partha Chatterjee: এ কোন অর্পিতা...? ভার্চুয়ালে 'খুনসুটি' অতীত! আইনি 'মুখ' বলে দিল 'সব'! পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি

Last Updated:

Arpita Mukherjee Partha Chatterjee: অর্পিতার এ কেমন ভোলবদল! লাভের ইশারা এখন অতীত, পার্থর বিরুদ্ধে এখন যা সব বললেন

নিয়োগ দুর্নীতি মামলা
নিয়োগ দুর্নীতি মামলা
কলকাতা: ভার্চুয়ালে খুনসুটি শেষ। এবার আদালতে আইনি লড়াই। নিয়োগ দুর্নীতির কিংপিন পার্থ চট্টোপাধ্যায়ই, বোড়ে অর্পিতা, আদালতে এমনই দাবি তুললেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। অর্পিতার তিন সম্পত্তির সঙ্গে পার্থর কোনও যোগ নেই, এমন দাবি করলেন আইনজীবীর। পার্থ প্রসঙ্গে অবশ্য নিজে এদিন আদালতে চুপ ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
‘সব’ ব্যবসায়িক বিষয়, মাস্টারমাইন্ড পার্থই নিয়োগ দুর্নীতি মামলায় দাবি অর্পিতার আইনজীবীর।
প্রায় মাস দশেক বাদে প্রথম জেলের বাইরে পা রাখলেন নিয়োগ কেলেঙ্কারি মামলায় জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ১০ মাস ধরে প্রেসিডেন্সি জেলেই বন্দি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এতদিন পর সশীরের আদালতে হাজিরা দিতে এলেন অভিনেত্রী তথা মডেল। এদিন ইডি আদালতে জামিনের আবেদন করেন তিনি। আর এই আবেদনেই তার আইনজীবীর চাঞ্চল্যকর দাবি চমকে দিল।
advertisement
advertisement
এদিন ১০ মাস বাদে আদালতে তুমুল পরিবর্তন দেখা গেল অর্পিতা মুখোপাধ্যায়ের মুখে চোখে। দীর্ঘ কারাবাসে বিরাট পরিবর্তন চেহারা ও সাজগোজে। আগের মতোই এদিনও মুখ ঢেকে আদালতে আসেন অর্পিতা। পরনে ছিল হলুদ সুবজে ছাপা সালোয়ার। আদালত কক্ষে ঢোকার সময় এদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।
advertisement
যদিও অতীতে সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার সরব হয়েছে এই অভিনেত্রী মডেল। সংবাদ মাধ্যমের সামনে বারবার অর্পিতা দাবি করেছেন তিনি নির্দোষ। গত বছর জুলাইতে তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটিরও বেশি নগদ টাকা, বহুমূল্য গয়না, সোনার বাঁট সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করে ED। এরপরই তাঁকে ও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
advertisement
আদালতে অর্পিতা জানিয়েছিলেন, ওই অর্থ তাঁর নয়। কিন্তু ওই বিপুল টাকা কার সে সম্পর্কেও কিছু স্পষ্টভাবে আদালতকে জানাননি অর্পিতা। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্সি জেল থেকেই ভার্চুয়ালি আদালতে এতদিন হাজিরা দিতেন তিনি। সম্প্রতি সেই ভার্চুয়াল হাজিরা চলাকালীন পার্থর সঙ্গে অর্পিতার ভার্চুয়ালি ‘খুনসুটি’ সংবাদ শিরোনামে এসেছিল। কিন্তু এদিন দেখা গেল অর্পিতার ভোল বদল।
advertisement
ED চার্জশিটে পেশ হওয়া তথ্য অনুযায়ী, নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মোট ১০৩ কোটি ১০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় কাঁদতে কাঁদতে অর্পিতা দাবি করেছিলেন, তাঁর ফ্ল্যাটে যে অত টাকা রাখা ছিল তা, তিনি জানতেন না। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তাঁর একাধিক সম্পত্তিরও খোঁজ পেয়েছিল আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee Partha Chatterjee: এ কোন অর্পিতা...? ভার্চুয়ালে 'খুনসুটি' অতীত! আইনি 'মুখ' বলে দিল 'সব'! পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement