School Summer Vacation: গরমের ছুটি শেষে স্কুল খুলবে কবে...? বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! পড়ুয়াদের জন্য Big আপডেট

Last Updated:

School Summer Vacation: আজ অথবা আগামী কালই রাজ্য স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিতে পারে গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে। ইতিমধ্যেই তার তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

গরমের ছুটি নিয়ে বড় আপডেট!
গরমের ছুটি নিয়ে বড় আপডেট!
কলকাতা: অত্যাধিক গরমের জন্য গত ২রা মে থেকে রাজ্য জুড়ে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। প্রায় একমাস রাজ্যজুড়ে স্কুলে চলছে গরমের ছুটি। এবার সেই গরমের ছুটি শেষে কবে স্কুল খুলবে তা নিয়ে এবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে জানতে চাইল মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য স্কুল শিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়েছেন।
গত ২রা মেয়ে থেকে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে গরমের ছুটি দেওয়া হলেও স্কুল কবে থেকে খুলবে সেই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় কিছু উল্লেখ ছিল না। ফলত স্কুল কবে খুলবে তা নিয়ে কার্যত অন্ধকারে মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদও। এবার সেই বিষয় নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
পর্ষদ সূত্রে খবর মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫ জুন থেকে স্কুল খোলার কথা। সেক্ষেত্রে ওই দিন থেকেই স্কুল খুলবে নাকি কোন দিন থেকে স্কুল খুলবে সেই বিষয় নিয়ে জানতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছ থেকে।
advertisement
পর্ষদের আধিকারিকরা মনে করছেন দীর্ঘ এক মাসেরও বেশি সময়সীমা ধরে স্কুলে স্কুলে গরমের ছুটি থাকার জন্য পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের। সে ক্ষেত্রে আর সময়সীমা নষ্ট না করে স্কুল খোলার পক্ষে পর্ষদের একাংশ। অন্যদিকে স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর আজ অথবা আগামী কালই রাজ্য স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিতে পারে গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে। ইতিমধ্যেই তার তৎপরতা শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।
advertisement
তবে শুধু গত ২রা মে থেকে নয়, এর আগেও ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ অত্যাধিক গরমের জন্য রাজ্যজুড়ে স্কুল ছুটির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল গরমের ছুটির এগিয়ে আনার জন্য ক্লাসরুমে যে পঠন-পাঠন ব্যাহত হবে তা অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে পূরণ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের।
advertisement
সেক্ষেত্রে অতিরিক্ত ক্লাস কী ভাবে করানো হবে তা সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারাই ঠিক করবেন। সেক্ষেত্রে আগামী সপ্তাহে শুরু থেকেই স্কুল খুলবে নাকি এক্ষেত্রে অন্য কোন সিদ্ধান্ত নেবে তা অবশ্যই স্পষ্ট হয়ে যাবে আজ অথবা আগামী কালই বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Summer Vacation: গরমের ছুটি শেষে স্কুল খুলবে কবে...? বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের! পড়ুয়াদের জন্য Big আপডেট
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement