#অর্পিতা হাজরা ও অনুপ চক্রবর্তী, কলকাতা: সংবাদমাধ্যমের সামনে তিনি বলছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের হেফাজত থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷
এই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের সময় পার্থর সামনে প্রশ্ন রাখছেন ইডি-র তদন্তকারী অফিসাররা৷ অথচ অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই অধিকাংশ প্রশ্নে মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি৷ ইডি সূত্রে অন্তত সেরকমই তথ্য উঠে আসছে৷
সূত্রের খবর, গতকাল রাতেও পার্থ চট্টোপাধ্যায়কে এক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, 'অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে বিপুল অংকের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?' জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, শুনেছি৷'
আরও পড়ুন: গ্রেফতার হওয়া পার্থর নাম কেন ইতিহাসের বইতে, সরানোর দাবিতে সরব বিরোধীরা
এর পরেই ইডি-র তরফে প্রশ্ন করা হয়, 'এটা কি আপনার টাকা?' জবাবে পার্থ দাবি করেন, ওই টাকা তাঁর নয়৷ পাল্টা ইডি আধিকারিকরা প্রশ্ন করেন, 'তাহলে টাকা কার?' এবারেও সংক্ষিপ্ত জবাব দিয়ে পার্থ বলেন, 'বলতে পারব না৷'
টাকার মালিকানা নিয়ে প্রশ্নের সদুত্তর না পেয়ে পার্থর তোলা ষড়যন্ত্রের অভিযোগ নিয়েই তাঁকে প্রশ্ন করেন ইডি কর্তারা৷ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে পার্থ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ কারা ষড়যন্ত্র করেছে, সময় মতো তাও জানা যাবে বলে দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷
আরও পড়ুন: আরও বেশ কয়েকজন বিধায়ককে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ
জিজ্ঞাসাবাদের সময় পার্থকে তদন্তকারীরা এই সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? সূত্রের খবর, সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
পার্থ চট্টোপাধ্যায় যে তদন্তে সহযোগিতা করছেন না, প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তুলনামূলক ভাবে অর্পিতা মুখোপাধ্যায়
জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য তদন্তকারীদের জানাচ্ছেন বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছিল৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তা নিয়ে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও৷ তাই পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে ইডি-ও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, ED, Partha Chatterjee