#কলকাতা: শেষমেশ সিবিআই দফতরে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের মন্ত্রীর আবেদন ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ ফলে সন্ধে ছ'টার মধ্যে কোনও আইনি রক্ষাকবচ জোগাড় করতে না পারলে আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ সেই মতোই ঠিক বিকেল ৫.৪০ মিনিটে নিজাম প্যালেসে, সিবিআই-এর অফিসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় পৌঁছানোর আগেই বেনজির নিরাপত্তায় ঢেকে ফেলা হয় নিজাম প্যালেস চত্বর। কেন্দ্রীয় বাহিনির পাশাপাশি কলকাতা পুলিশের সংখ্যাও কম নয়। এদিনই হাই কোর্ট জানিয়েছে, তদন্তের প্রয়োজনে সিবিআই কেন্দ্রীয় বাহিনিকেও ব্যবহার করতে পারে।
ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন ফিরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল পাঁচটা নাগাদ নাকতলার বাড়ি থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি সিবিআই দফতরে যাচ্ছেন কি না? যদিও সেই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আজই পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধে ছ'টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অসহযোগিতা করলে মন্ত্রীকে গ্রেফতারেরও সবুজ সঙ্কেত দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: আরও চাপে পার্থ, অন্য এক SSC মামলাতেও সিবিআই হাজিরার নির্দেশ! যা করলেন মন্ত্রী...
আবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে সুপারিশও করেন বিচারপতি৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে পদ্ধতিগত ত্রুটির কথা উল্লেখ করে তা ফিরিয়ে দেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা পার্থর, SSC নিয়ে বিপর্যস্ত রাজ্য এবার যে পথে এগোতে চলেছে...
একই সঙ্গে অবশ্য বিচারপতি হরিশ ট্যান্ড পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের পরামর্শ দিয়ে বলেন, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে প্রধান বিচারপতির শরণাপন্ন হতে পারেন তাঁরা৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী, সন্ধে ছ'টার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতেই হত পার্থ চট্টোপাধ্যায়কে৷ এসএসসি-র অন্য আরও একটি মামলাতেও আজই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর সামনে হাজিরা দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ফলে শেষমেশ সিবিআই অফিসে গেলেন রাজ্যের মন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Partha Chatterjee