Park Street Follow Up : পার্ক হোটেলে রুম বুকের নেপথ্যে 'এজেন্সি'! খোঁজ শুরু লালবাজারের...

Last Updated:

Park Street Follow Up : অভিজাত হোটেলে (Park Hotel Night Party Case) রুম বুক করে কারা পার্টি করছেন? কাদের নামে রুম বুক হচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে গোয়েন্দারা প্রথমে জানতে পারেন যে রুমগুলি বুক করা হচ্ছে সবই মহিলাদের নামে। কিন্তু কারা তাঁরা?

গোয়েন্দারা জানতে পেরেছে রুম বুকিংয়ের ক্ষেত্রে যথেষ্ট বেনিয়ম হয়েছে। তাঁদের দাবি, তদন্তে এমন কয়েক জন মহিলার নাম প্রথমে তাঁরা পান, যাঁদের নামে রুম বুক করেছিল ওই এজেন্সি। কিন্তু ওই নামগুলোর সূত্র ধরে মহিলাদের খোঁজ করে দেখা যায় এমন কোনও মেয়ের উপস্থিতি ওই দিনের পার্টিতে ছিল না। এই জায়গা থেকে অনৈতিক কাজের সন্দেহ করছে পুলিস।
advertisement
এমনকি রুম বুকিং থেকে পার্টি সবটা জুড়েই বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। তা নিয়েও হোটেলের কাছে জানতে চাইবেন তদন্তকারী অফিসারেরা। চলতি সপ্তাহে হোটেলের বেশ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিস। একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ধরা পড়েছে অসঙ্গতিও। তাই আগামী সোমবার হোটেলের জেনারেল ম্যানেজার, ফ্লোর ম্যানেজার সহ মোট ১০ জনকে তলব করা হয়েছে লালবাজারে।
advertisement
advertisement
গত শনিবার রাতে ওই অভিজাত হোটেলে দশটি রুম বুক করা হয়েছিল। লাউড স্পিকার ডিজে সহযোগে চলছিল পার্টি। সেখানে অভিযান চালিয়ে ৩৭জনকে গ্রেফতার করা হয়। রুম বুক করে পার্টির আড়ালে কী চলত? তা নিয়েও তদন্ত চলছে। ইতিমধ্যে মাদক যোগের তথ্য সামনে এসেছে। পাশাপাশি পার্টির আড়ালে অসামাজিক ও অনৈতিক কাজ চলত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। কলকাতা পুলিসের পাশাপাশি আগারি দফতরও খোঁজ খবর শুরু করেছে।
advertisement
অমিত সরকারের প্রতিবেদন
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Street Follow Up : পার্ক হোটেলে রুম বুকের নেপথ্যে 'এজেন্সি'! খোঁজ শুরু লালবাজারের...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement