NRS-এর জখম জুনিয়র চিকিৎসক পরিবহ এখন অনেকটাই সুস্থ, ITU থেকে আনা হল কেবিনে

Last Updated:
#কলকাতা: এনআরএস কাণ্ডে গুরুতর আহত জুনিয়ার চিকিৎসক পরিবহ মুখোমাধ্যায়ের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, এখন অনেকটাই ভাল আছেন এনআরএসের চিকিৎসক পরিবহ ৷ বৃহস্পতিবার তাঁকে মল্লিকবাজারে বেসরকারি হাসপাতাল আইটিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ৷
চিকিৎসকেরা জানাচ্ছেন, সংকট পুরোপুরি না কাটলেও এখন অনেকটাই ভাল আছেন পরিবহ ৷ কথাবার্তা অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ তবে, আগামী ৩ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ যদি তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হয় ৷ তাহলে ছেড়ে দেওয়া হতে পারে চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে ৷
সোমবার রাতে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এনআরএস। রোগীর পরিবার ও চিকিৎসকদের মধ্যে গন্ডগোলে জখম জুনিয়র ডাক্তার। প্রতিবাদে মঙ্গলবার দিনভর অচলাবস্থা জারি ছিল এনআরএসে। মুখ্যমন্ত্রীর আশ্বাস না পেলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে চিকিৎসকদের মারধরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
advertisement
advertisement
শ্বাসকষ্ট নিয়ে ট্যাংরার বিবিবাগানের বাসিন্দা মহম্মদ শাহিদকে সোমবার ভরতি করা হয় এনআরএসে। বিকেলে মৃত্যু হয় পঁচাত্তর বছরের বৃদ্ধের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তোলেন পরিজনরা। ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS-এর জখম জুনিয়র চিকিৎসক পরিবহ এখন অনেকটাই সুস্থ, ITU থেকে আনা হল কেবিনে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement