Panchayat Election 2023: যেমন কথা, তেমন কাজ! পঞ্চায়েতের প্রার্থী নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! চলে গেল বার্তা
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Panchayat Election 2023: গত একমাসের বেশি সময় ধরে চলছে তৃণমূলের নবজোয়ার যাত্রা৷ সেখানে বিভিন্ন জেলায় ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয়েছে প্রার্থী। এছাড়া বিশেষ ফোন লাইনে প্রার্থী হিসাবে কাকে চাইছেন তাও জানানো গিয়েছে।
কলকাতা: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রার্থী ঘোষণা নিয়ে সাবধানী তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। জানানো হয়েছে, এক দফাতেই সম্পন্ন হবে এই পঞ্চায়েত ভোট।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের বেছে নেওয়া প্রার্থীকেই মেনে নিতে হবে। প্রার্থী নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রাখতে বলা হয়েছে।
advertisement
দলের একাধিক শীর্ষ নেতাকে নিয়ে বিশেষ কমিটি গঠন করা হতে পারে।একেবারে বুথ স্তরে যোগাযোগ রাখবে এই কমিটি। প্রতি জেলায় প্রার্থী তালিকা ঘোষণা হবে। ২০ জুন থেকে জেলায় জেলায় প্রচারে যাবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
advertisement
গত একমাসের বেশি সময় ধরে চলছে তৃণমূলের নবজোয়ার যাত্রা৷ সেখানে বিভিন্ন জেলায় ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয়েছে প্রার্থী। এছাড়া বিশেষ ফোন লাইনে প্রার্থী হিসাবে কাকে চাইছেন তাও জানানো গিয়েছে। এবার পঞ্চায়েতের প্রার্থী নিয়ে সাবধানী শাসক দল। কেন্দ্রীয়ভাবে নয়, জেলাভিত্তিক তালিকা ঘোষণা করা হবে। তবে সেই ঘোষণায় দলের শীর্ষ নেতৃত্বের শিলমোহর থাকবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। একইসাথে দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি কেউ ভাবেন নির্দল হয়ে ভোটে লড়াই করবেন। জিতে এসে ফের তৃণমূলে যোগ দেবেন তা হবে না। একাধিক জেলায় এই বার্তা অভিষেক আগেই দিয়েছিলেন। সব জেলার সঙ্গে ইতিমধ্যেই সমন্বয় বৈঠক শুরু করেছে শীর্ষ নেতৃত্ব। অশান্তি মুক্ত নির্বাচন করাতে চায় শাসক দল। ২০১৮ সালের অভিজ্ঞতা থেকে তাই প্রার্থী বাছাই নিয়েই এখন থেকে কড়া হতে চলেছে তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 2:47 PM IST









