Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭

Last Updated:

Panchayat Election 2023: তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: হিংসাদীর্ণ পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শেষ হল মঙ্গলবার৷ এর আগে মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়েছিল, এ বার মঙ্গলবার শেষ হল মনোনয়ন প্রত্যাহারের দিনও৷ আর তার পরেই প্রকাশ্যে এল মোট প্রত্যাহারের সংখ্যা৷ নির্বাচন কমিশন সূত্রে যে সংখ্যা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, এ বারে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের তালিকায় সবার আগে রয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাটি ১,৫০৩৷ আর তার পরেই রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের সংখ্যাটি ১,১০৭৷
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৩৮৩৷ মোট ৬৭০ জন নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এ ছাড়া বাম জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের ৩৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
অন্য দিকে এদিনই, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে, তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷
advertisement
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement