Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ARUP DUTTA
Last Updated:
Panchayat Election 2023: তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷
কলকাতা: হিংসাদীর্ণ পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শেষ হল মঙ্গলবার৷ এর আগে মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়েছিল, এ বার মঙ্গলবার শেষ হল মনোনয়ন প্রত্যাহারের দিনও৷ আর তার পরেই প্রকাশ্যে এল মোট প্রত্যাহারের সংখ্যা৷ নির্বাচন কমিশন সূত্রে যে সংখ্যা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, এ বারে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের তালিকায় সবার আগে রয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাটি ১,৫০৩৷ আর তার পরেই রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের সংখ্যাটি ১,১০৭৷
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৩৮৩৷ মোট ৬৭০ জন নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এ ছাড়া বাম জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের ৩৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
অন্য দিকে এদিনই, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে, তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷
advertisement
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 10:28 PM IST