Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭

Last Updated:

Panchayat Election 2023: তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: হিংসাদীর্ণ পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শেষ হল মঙ্গলবার৷ এর আগে মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়েছিল, এ বার মঙ্গলবার শেষ হল মনোনয়ন প্রত্যাহারের দিনও৷ আর তার পরেই প্রকাশ্যে এল মোট প্রত্যাহারের সংখ্যা৷ নির্বাচন কমিশন সূত্রে যে সংখ্যা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, এ বারে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের তালিকায় সবার আগে রয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাটি ১,৫০৩৷ আর তার পরেই রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের সংখ্যাটি ১,১০৭৷
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৩৮৩৷ মোট ৬৭০ জন নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এ ছাড়া বাম জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের ৩৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
অন্য দিকে এদিনই, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে, তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷
advertisement
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement