Panchayat Election: পঞ্চায়েত ভোটেই মহাজোটের 'লিটমাস' টেস্ট! তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?

Last Updated:

সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়। বিজেপির ভোটও হাত শিবিরের ঘরে। আর এতেই পরাজিত তৃণমূল। মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিরোধী ভোট এক জায়গায়। জেতা আসন হাতছাড়া তৃণমূলের। সাগরদিঘি মডেল ঘিরে এখন জোর চর্চা। পঞ্চায়েত ভোটেও কি কার্যত এরকম মহাজোট দেখা যাবে ? বিজেপি নেতাদের মন্তব্যে এখন জোর জল্পনা। অনেকেই মনে করছেন, পঞ্চয়েত ভোটেই হবে মহাজোটের লিটমাস টেস্ট। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়। বিজেপির ভোটও হাত শিবিরের ঘরে। আর এতেই পরাজিত তৃণমূল। মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর তারপর থেকেই পঞ্চায়েত ভোটমুখী বঙ্গে সাগরদিঘি মডেল নিয়ে জোর চর্চা। বারবার বিজেপি নেতাদের গলায় মানুষের মহাজোটের বার্তা।
আসন্ন পঞ্চায়েত ভোটেও কি তা হলে সাগরদিঘি মডেল?
একা কোনও দলের পক্ষে তৃণমূলকে হারানো কঠিন বুঝেই কি মহাজোটের বার্তা?
advertisement
নিচুতলায় কি এবার হাত মেলাবে বাম-কংগ্রেস-বিজেপি?
তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যেই কি এই মহাজোট-কৌশল? বিজেপি নেতাদের মন্তব্যে জোরালো হচ্ছে সেই জল্পনা। ‘‘যেখানে আমাদের ভোটার নেই, সেখানে প্রার্থী দেওয়া হবে না। মানুষ ঠিক করবে কী করবে।’’ বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
মহাজোটের জন্য নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করে নিচ্ছে বিজেপি। 'মানুষই আমাদের ভরসা'। বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
বিরোধীদের চোখে সাগরদিঘি মডেল। মহাজোট। তৃণমূলের চোখে বাম-বিজেপি-কংগ্রেসের মধ্যে অশুভ আঁতাতের অভিযোগ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিরোধী ভোট ভাগ হলে তৃণমূলের লাভ। তৃণমূল যাতে এই লাভ ঘরে তুলতে না পারে তার জন্য পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে সাগরদিঘি মডেলকেই অস্ত্র করতে চাইছে বিরোধীরা। অনেকে বলছেন, সামনের পঞ্চায়েত ভোটই সাগরদিঘি মডেলের লিটমাস টেস্ট। এই টেস্টে পাশ করলে ছাব্বিশের বিধানসভা ভোটেও সাগরদিঘি মডেলকে হাতিয়ার করতে পারে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election: পঞ্চায়েত ভোটেই মহাজোটের 'লিটমাস' টেস্ট! তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement