Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে একজন রাজ্য ও একজন কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের

Last Updated:

Panchayat Election 2023: বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷

রাজ্য নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ একটি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত রাজ্যের বাহিনী থাকবে, তা নিয়ে নানারকম ধন্দ্ব ছিল, সেই বিষয়টি স্পষ্ট করে দিল কমিশন৷ কমিশনের তরফ থেকে জানানো হল, একজন করে রাজ্যের বাহিনী ও একজন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে৷ সেই বিষয়েই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগে বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷ নির্দেশে বলা হয়েছে, কেবলমাত্র বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ সিভিক ভলেন্টিয়ারর থাকবেন ভোটের সময় লাইন বজায় রাখার জন্য৷ এ ছাড়া মোবাইল ভ্যানে, অর্থাৎ ভ্রাম্যমাণ কোনও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে না৷
তা হলে হিসাব হচ্ছে, একটি ভোটগ্রহণ কেন্দ্রে যদি চারটি আলাদা বুথ থাকে, তা হলে সেই চারটিতে চারজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও চারজন রাজ্য বাহিনীর সদস্য থাকবেন৷
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে, সেই দাবি তুলেছিল বিরোধীরা৷ সেই নেই আদালতে মামলাও হয়৷ আদালত নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে৷ সেই মতো বেশ কয়েকধাপে রাজ্যে বাহিনী এসে পৌঁছয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
তার পরেই একটি নির্দেশ আসে কমিশনের তরফ থেকে৷ সেই নির্দেশ নিয়েও বিতর্ক তৈরি হয়৷ সেখানে কেন্দ্রীয় বাহিনী বুথে থাকা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ না থাকায় তৈরি হয় ঝামেলা৷ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়েও ঝামেলা হয়৷ শেষ পর্যন্ত নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷
advertisement
আগামী ৮ জুলাই রাজ্যে একটি দফায় পঞ্চায়েত নির্বাচন৷ তার পর ১১ জুলাই সেই নির্বাচনের ভোট গণনা৷ বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনের গণনার পরেও যেন কেন্দ্রীয় বাহিনী রাখা হয়৷ বিধানসভা নির্বাচনের পর একাধিক ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেন বিরোধীরা৷ সেই কথা মাথায় রেখেই এ বারেও নির্বাচনের পরেও কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার দাবি জানানো হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে একজন রাজ্য ও একজন কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement