Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে একজন রাজ্য ও একজন কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ কমিশনের
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Panchayat Election 2023: বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ একটি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত রাজ্যের বাহিনী থাকবে, তা নিয়ে নানারকম ধন্দ্ব ছিল, সেই বিষয়টি স্পষ্ট করে দিল কমিশন৷ কমিশনের তরফ থেকে জানানো হল, একজন করে রাজ্যের বাহিনী ও একজন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে৷ সেই বিষয়েই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগে বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷ নির্দেশে বলা হয়েছে, কেবলমাত্র বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ সিভিক ভলেন্টিয়ারর থাকবেন ভোটের সময় লাইন বজায় রাখার জন্য৷ এ ছাড়া মোবাইল ভ্যানে, অর্থাৎ ভ্রাম্যমাণ কোনও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে না৷
তা হলে হিসাব হচ্ছে, একটি ভোটগ্রহণ কেন্দ্রে যদি চারটি আলাদা বুথ থাকে, তা হলে সেই চারটিতে চারজন কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও চারজন রাজ্য বাহিনীর সদস্য থাকবেন৷
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে, সেই দাবি তুলেছিল বিরোধীরা৷ সেই নেই আদালতে মামলাও হয়৷ আদালত নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে৷ সেই মতো বেশ কয়েকধাপে রাজ্যে বাহিনী এসে পৌঁছয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
তার পরেই একটি নির্দেশ আসে কমিশনের তরফ থেকে৷ সেই নির্দেশ নিয়েও বিতর্ক তৈরি হয়৷ সেখানে কেন্দ্রীয় বাহিনী বুথে থাকা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ না থাকায় তৈরি হয় ঝামেলা৷ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, তা নিয়েও ঝামেলা হয়৷ শেষ পর্যন্ত নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷
advertisement
আগামী ৮ জুলাই রাজ্যে একটি দফায় পঞ্চায়েত নির্বাচন৷ তার পর ১১ জুলাই সেই নির্বাচনের ভোট গণনা৷ বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনের গণনার পরেও যেন কেন্দ্রীয় বাহিনী রাখা হয়৷ বিধানসভা নির্বাচনের পর একাধিক ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করেন বিরোধীরা৷ সেই কথা মাথায় রেখেই এ বারেও নির্বাচনের পরেও কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার দাবি জানানো হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 5:54 PM IST