Panagarh Accident Case: পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু, অবশেষে গ্রেফতার বাবলু যাদব! কে এই বাবলু জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:

Panagarh Accident Case: ওই ঘটনায় প্রথমে যে দাবি করা হয়েছিল, সেই 'ইভটিজিংয়ের' তত্ত্ব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে পুলিশ।

পানাগড় কাণ্ডে নয়া মোড়
পানাগড় কাণ্ডে নয়া মোড়
দুর্গাপুর: পানাগড়কাণ্ডে অবশেষে গ্রেফতার। ঘটনার চার দিনের মাথায় গ্রেফতার করা হল সাদা গাড়ির চালক বাবলু যাদবকে। আসানসোলের নিঘা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই বাবলুকে কাঁকসা থানায় নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত এরপর জানান, বাবলু যাদবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করানো হবে।
প্রসঙ্গত, ওই ঘটনায় প্রথমে যে দাবি করা হয়েছিল, সেই ‘ইভটিজিংয়ের’ তত্ত্ব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে পুলিশ। বরং পুলিশের তরফে দাবি করা হয়েছে, দুটি গাড়ির রেষারেষির জেরেই ঘটে দুর্ঘটনা। তবে, কী কারণে বাবলুকে গ্রেফতার করা হল, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।
advertisement
advertisement
ইতিমধ্যেই পানাগড়ের ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা তিন আরোহীর গোপন জবানবন্দিও নেওয়া হয় পুলিশের তরফে। তারপরেও একের পর এক প্রশ্ন উঠছে। যদিও এখনও প্রশ্ন উঠছে, শুধুই কি রেষারেষির বলি সুতন্দ্রা? রেষারেষির কারণ কি শুধুই গাড়িতে ধাক্কা লাগা? কেন বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেছিল সুতন্দ্রাদের গাড়ি? যে প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।
advertisement
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সুতন্দ্রার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। কিন্তু তদন্ত কতদূর এগোল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও ধোঁয়াশা ভরা। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সুতন্দ্রার মা। শেষমেশ পুলিশের তদন্তের উপর ভরসা করছেন পানাগড় কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। এখন সন্দেহের তালিকায় রাখছেন সেদিন সুতন্দ্রার গাড়ির চালক ও গাড়িতে সঙ্গে থাকা বন্ধুদেরও। মৃত তরুণীর মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”কিছু একটা গোপন করা হচ্ছে। কে করছে, কেন করেছে, বলতে পারব না। আমি কনফিউজড।”
advertisement
সুতন্দ্রার মা তনুশ্রীদেবী আরও বলেন, ”আমরা সিসিটিভি ফুটেজে যা দেখছি, তাতে বলছি সাদা গাড়ি হোক নীল গাড়ি হোক, আমাদের গাড়ি হোক বা যেই অপরাধী হোক, তার ঠিক ঠিক তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক।” তিনি বলেন, ”আমি সিসিটিভি ফুটেজে দেখলাম সাদা গাড়িটা আগে যাচ্ছে, পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। আমার প্রশ্ন এত জোরে কেন চালাচ্ছিল? ও তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তারা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না চালাতে। তদন্তের স্বার্থে মেয়ের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panagarh Accident Case: পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু, অবশেষে গ্রেফতার বাবলু যাদব! কে এই বাবলু জানেন? চমকে উঠবেন শুনে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement