অভাবের সংসার টানতে ধরেছিলেন সূচ-সুতো, সেই সেলাইয়ের জন্যই পদ্মশ্রী পেলেন প্রীতিকণা
- Published by:Suman Majumder
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Padma Awards 2023: পাঁচ বোনের অভাবের সংসারের হাল ধরতে সেলাই শুরু করেছিলেন।
কলকাতা: বুধবার রাত ১০টায় ফোন পেয়েছেন ভারত সরকারের তরফে। এখনও অভিভূত হয়ে রয়েছেন সোনারপুরের প্রীতিকণা গোস্বামী।
১৯৭৩ সালে পাঁচ বোনের সংসার চালাতে কিছুটা বাধ্য হয়েই বেছে নিয়েছিলেন সেলাই। সেই সেলাই এবার পদ্মশ্রী খেতাব তুলে দিচ্ছে দক্ষিণ শহরতলীর সোনারপুরsর বাসিন্দা প্রীতিকণাদেবীর হাতে।
যে প্রতিষ্ঠানে প্রথম কাজ করতেন, সেই আমলে সেখানে কাজ করার জন্য জমা রাখতে হতো ৫০ টাকা। সেদিন তাঁর সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না বলে আত্মীয়দের থেকে ধার নিয়েছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- বীরাপ্পানের লাল চন্দনের রাজত্ব এবার বাংলায়! নবান্নের পরিকল্পনা আপনাকে অবাক করবে
আজ সেই প্রীতিকণাদেবীর হাত থেকে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নকশী কাঁথার মতো অমূল্য সমস্ত শিল্পকর্ম। তবে সেলাই মাধ্যমকে শুধুমাত্র শিল্পের নিদর্শন হিসেবেই সীমাবদ্ধ রাখেননি প্রীতিকণা দেবী, তুলে ধরেছেন সেলাইয়ের মধ্য দিয়ে নারী ক্ষমতায়নের ভাবনাও।
একদিন যে অভাব তাঁর হাতে সূচ সুতো তুলে দিয়েছিল, আজ সেই সূচ আর সুতো নিয়েই তিনি আরও মেয়েদের শেখাচ্ছেন স্বাবলম্বী হওয়ার রাস্তা। তবে এই সেলাই মানেই শুধুমাত্র যে প্রয়োজনের কাজটুকু চলার মতো, তা একেবারেই নয়।
advertisement
রীতিমতো কাঁথাস্টিচ-এর মতো মাধ্যমকে বেছে নিয়ে আন্তর্জাতিক মিউজিয়ামগুলিতে প্রদর্শনযোগ্য সমস্ত কাজ তিনি শিখিয়ে চলেছেন পরবর্তী প্রজন্মকে।
১৯৯০ সাল থেকে ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অনুপ্রেরণায় নকশিকাঁথার মতো শিল্প নিয়ে কাজ করে চলেছেন প্রীতিকণাদেবী। এর আগে ইতিমধ্যেই ২০০১ সালে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার।
আরও পড়ুন- আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড
যোগ্য উত্তরসূরি হিসেবে মেয়েকে ফ্যাশন ডিজাইনিং পড়িয়ে এনেছেন ফ্যাশন ডিজাইনিং-এর পেশায়। মেয়ে মহুয়া লাহিড়ীর কাজ আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার পাশাপশি মায়ের হাতে তৈরি বাংলার নকশিকাঁথা শিল্পের নিদর্শনগুলোকে অন্যান্য দেশকে চিনিয়েছেন তিনি।
advertisement
তবে শুধু তৈরি করাই নয়, নকশিকাঁথার মতো কাজ, যার আন্তর্জাতিক বাজারে যথেষ্ট কদর রয়েছে, সেগুলো কীভাবে বিকল্প আয়ের রাস্তা হতে পারে, সেই দিশাও তিনি দেখাতে চান তাঁর ছাত্রীদের।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রীতিকণাদেবীর পরিবারে পদ্ম পুরষ্কার এই প্রথম নয়, এর আগে ১৯৯০ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তাঁর কাকা পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ। সুরের জগতে তাঁর অবদানের জন্যই এই সম্মান দেওয়া হয়েছিল তাঁকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 3:46 PM IST