Indian Railways: ‘অপারেশন নারকোস...’ হাওড়া স্টেশনে সোনা চোরাচালান বানচাল ! ১৪.৪৩ লক্ষ টাকার সোনা আটক করল RPF ও কাস্টমস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এক যৌথ অভিযানে, আরপিএফ/পোস্ট হাওড়া উত্তর এবং কাস্টমস কর্মকর্তারা হাওড়া স্টেশন (পুরাতন কমপ্লেক্স), পিএফ নং ৯-এ এক মহিলাকে আটক করেন।
আবীর ঘোষাল, কলকাতা: আরপিএফের লাগাতার অভিযান। আটক একের পর এক দুষ্কৃতী ! একদিকে সোনা পাচার, অন্যদিকে মাদক পাচার করতে গিয়ে আটক রেলরক্ষী বাহিনীর হাতে। গত কয়েকদিন ধরেই রেল রক্ষী বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে একাধিক রেল স্টেশন ও কামরার মধ্যে। বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট সূত্রে তাদের কাছে অভিযোগ এসেছে। এই অবস্থায় অভিযান চালিয়ে গ্রেফতার পাচারকারীরা। রেলরক্ষী বাহিনীর আধিকারিকরা জানাচ্ছেন তাদের এই অভিযান চলতেই থাকবে।
এক যৌথ অভিযানে, আরপিএফ/পোস্ট হাওড়া উত্তর এবং কাস্টমস কর্মকর্তারা হাওড়া স্টেশন (পুরাতন কমপ্লেক্স), পিএফ নং ৯-এ এক মহিলাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালানের জন্য তার অন্তর্বাসের ভিতরে প্রায় ১৪২.২২ গ্রাম ওজনের একটি সোনার বিস্কুট লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
advertisement
advertisement
অনিতা সাহা (৫০), ওড়িশার কটকের বাসিন্দা, বৈধ টিকিট ছাড়াই স্টেশনে প্রবেশ করেছিলেন এবং কটকের ট্রেনে উঠতে চেয়েছিলেন। তিনি সোনার কোনও বৈধ নথিও দেখাতে ব্যর্থ হন। জব্দকৃত জিনিসপত্রটি ১৯৬২ সালের কাস্টমস আইনের ১১০ ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যাত্রীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতার কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান রেলওয়ে চত্বর দিয়ে চোরাচালান রোধে আরপিএফ এবং কাস্টমসের সতর্কতাকে তুলে ধরে।
advertisement

অন্যদিকে, রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে মাদক চোরাচালান রোধে পূর্ব রেলওয়ের নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে, রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) ‘অপারেশন নারকোস’-এর অধীনে নিবিড় তল্লাশি চালিয়ে আসছে। পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের অধীনে (CIB) হাওড়া এবং RPF পোস্ট/হাওড়া উত্তরের RPF কর্মকর্তারা হাওড়া রেলওয়ে স্টেশনের পুরাতন কমপ্লেক্স থেকে একজনকে গ্রেফতার করে ৫৮.৫ কেজি গাঁজা উদ্ধার করে। এই অভিযান সমাজকে এই ধরনের চোরাচালানের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করেছে।
advertisement
আটককৃত ব্যক্তিকে, জব্দকৃত মাদকদ্রব্য-সহ, GRPS/হাওড়ায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ (NDPS) আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 9:38 AM IST