আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! কম্পনের মাত্রা ৬, ‘আফটারশক’-এ কাঁপল দিল্লি, কাশ্মীর, পাকিস্তানের একাংশও

Last Updated:

Earthquake in Afghanistan: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬।

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! (Photo: X)
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! (Photo: X)
কাবুল: মধ্যরাতে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের জালালাবাদ। প্রথম ভূমিকম্প হয় রাত সাড়ে ১২টা নাগাদ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬। এরপর আরও চারটি আপনার শক। শেষ ভূমিকম্প সকাল পাঁচটা নাগাদ। রিক্টর স্কেলে তীব্রতা ছিল ৫.২। আফগানিস্তানের জালালাবাদ শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। পাকিস্তানের পেশোয়ার থেকে ১০০ কিলোমিটার দূরে। এটি ১০ কিলোমিটার মাটির নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে অনুমান।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। রবিবার মধ্যরাতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬। এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
advertisement
advertisement
পূর্ব আফগানিস্তানের এই ভূমিকম্পে ৯ জন মারা গিয়েছেন এবং ১০০ জনের বেশি আহত বলে প্রাথমিকভাবে খবর। আফগানিস্তানের কাবুল এবং পাকিস্তানের ইসলামাবাদের বাড়িগুলি কেঁপে উঠেছে।
advertisement
ঘটনাস্থলের খুব কাছে মাজার ভ্যালিতে উদ্ধারকারী টিম পৌঁছেছে। সেখান থেকে আহতদের প্রয়োজনে এয়ার লিফট করে কাবুলে আনার চেষ্টা হচ্ছে।
এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে ১০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন ৩০০০ মানুষ আহত হয়েছিলেন। সেবার ভূমিকম্পের রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। এবার তার থেকে সামান্য বেশি রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ এবং তারপর আরও চারটি আফটার শক হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! কম্পনের মাত্রা ৬, ‘আফটারশক’-এ কাঁপল দিল্লি, কাশ্মীর, পাকিস্তানের একাংশও
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement