তড়িঘড়ি নয়, উচ্চমাধ্যমিক শেষ হলেই ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করবে জয়েন্ট বোর্ড

Last Updated:

এবার জয়েন্টের ফল দেরিতে৷ উচ্চমাধ্যমিক চলাকালীন জয়েন্টের ফল নয়৷ তবে উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনোর পরেই কাউন্সেলিং শুরু করবে৷

#কলকাতা: উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর ফলাফল প্রকাশ করবে। সাধারণত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত বোর্ডের। মূলত ছাত্র ছাত্রীদের মানসিক চাপের কথা মাথায় রেখেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার পরই জয়েন্ট এর ফলাফল প্রকাশ করবে বোর্ড। গত ২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা নেয়। এবছর আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমে গিয়ে হয়েছে ৮৮,৮০০জন।
রাজ্যে প্রত্যেক বছরই ইঞ্জিনিয়ারিংয়ের আসন ৬০ থেকে ৭০ শতাংশের কাছাকাছি আসন খালি থেকে যাচ্ছে। মূলত জয়েন্ট পরীক্ষা দেরিতে নেওয়া ও ভর্তির সময়সীমা অনেকটা দেরিতে হওয়া। এই অভিযোগেই আসন খালি থেকে যাচ্ছে বলে অভিযোগ বেসরকারি ইঞ্জিনিয়ারিং  কলেজ কর্তৃপক্ষদের। এবছর তার জেরেই তুলনামূলকভাবে পরীক্ষার সময়সীমা অনেকটাই এগিয়ে এনে ২ ফেব্রুয়ারি করা হয়। ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেলেও উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ না  হওয়ার আগে ফলাফল প্রকাশ করতে চাইছে না জয়েন্ট বোর্ড।
advertisement
যদিও ফলাফল অনেকটাই প্রস্তুত করে ফেলেছে বলেই  জয়েন্ট বোর্ড সূত্রে খবর। জয়েন্ট বোর্ডের আধিকারিকদের দাবি উচ্চমাধ্যমিকের আগে ফলাফল প্রকাশ করলে পড়ুয়াদের ওপর মানসিক চাপ বাড়বে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে অমনোযোগী হয়ে যাবে পড়ুয়ারা। শুধু তাই নয় আইএসসি,সিবিএসই এর মত পরীক্ষাগুলিও মার্চের শেষ সপ্তাহে শেষ হচ্ছে। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করলেও কাউন্সেলিং উচ্চমাধ্যমিকের ফলাফল না বেরোনো পর্যন্ত করা যাবে না।
advertisement
advertisement
তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের  ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই র‍্যাঙ্ক কার্ড দিয়ে দেবে জয়েন্ট বোর্ড। এর ফলে পড়ুয়ারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন কোন কলেজে বা কি নিয়ে পড়তে চান। তার জেরে ইঞ্জিনিয়ারিংয়ের আসন খালি থাকার প্রবণতা অনেকটাই আটকানো যাবে বলে আশাবাদী জয়েন্ট বোর্ড। গতবছর ৬০ শতাংশেরও বেশি আসন খালি ছিল ইঞ্জিনিয়ারিং এর। রাজ্যে ইঞ্জিনিয়ারিং এর পড়ার মোট আসন প্রায় ৩৩ হাজার। এই মুহূর্তে সরকারি কলেজ,বিশ্ববিদ্যালয় ও বেসরকারি কলেজগুলি মিলিয়ে ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তড়িঘড়ি নয়, উচ্চমাধ্যমিক শেষ হলেই ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করবে জয়েন্ট বোর্ড
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement